Supreme Court: DA মামলায় এবার বড় বদল সুপ্রিম কোর্টে! দীর্ঘ অপেক্ষার পর এবার কি হতাশা মিটবে সরকারি কর্মচারীদের?

Last Updated:
Supreme Court: ১৪ মে মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ২০২২ সালের নভেম্বর থেকে ৩০ মাস ঝুলে রয়েছে এই মামলা।
1/6
কলকাতা: DA মামলায় ফের বেঞ্চ বদল। সুপ্রিম কোর্টে হল মামলার বেঞ্চ বদল। এবার বিচারপতি সঞ্জয় কারল ও মনোজ মিশ্রের বেঞ্চে গেল মামলা।
কলকাতা: DA মামলায় ফের বেঞ্চ বদল। সুপ্রিম কোর্টে হল মামলার বেঞ্চ বদল। এবার বিচারপতি সঞ্জয় কারল ও মনোজ মিশ্রের বেঞ্চে গেল মামলা।
advertisement
2/6
মামলা হওয়ার কথা ছিল বিচারপতি বিক্রম নাথ, সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চে৷ ১৪ মে মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ২০২২ সালের নভেম্বর থেকে ৩০ মাস ঝুলে রয়েছে এই মামলা।
মামলা হওয়ার কথা ছিল বিচারপতি বিক্রম নাথ, সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চে৷ ১৪ মে মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ২০২২ সালের নভেম্বর থেকে ৩০ মাস ঝুলে রয়েছে এই মামলা।
advertisement
3/6
SAT ও হাইকোর্টের রায় মেনে রাজ্যকে দিতে হবে প্রায় ৪১০০০ কোটি টাকা। গত ২ বছরে সেই টাকার অঙ্ক আরও বাড়ার কথা। সেই নিয়েই শুনানি হবে সুপ্রিম কোর্টে।
SAT ও হাইকোর্টের রায় মেনে রাজ্যকে দিতে হবে প্রায় ৪১০০০ কোটি টাকা। গত ২ বছরে সেই টাকার অঙ্ক আরও বাড়ার কথা। সেই নিয়েই শুনানি হবে সুপ্রিম কোর্টে।
advertisement
4/6
গত ৭ মে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ডিএ মামলার। কিন্তু পিছিয়ে যায় রাজ্য় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ১৪ মে। স্বাভাবিকভাবেই শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন কর্মীরা।
গত ৭ মে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ডিএ মামলার। কিন্তু পিছিয়ে যায় রাজ্য় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ১৪ মে। স্বাভাবিকভাবেই শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন কর্মীরা।
advertisement
5/6
৭ মে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, অন্য একটি মামলায় তাঁর থাকা অত্যন্ত দরকারি। তাই শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই মাসে শুনানি করার দাবি জানান। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এ নিয়ে ১৬ বার শুনানি পিছিয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৪ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় শুনানি।
৭ মে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, অন্য একটি মামলায় তাঁর থাকা অত্যন্ত দরকারি। তাই শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই মাসে শুনানি করার দাবি জানান। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এ নিয়ে ১৬ বার শুনানি পিছিয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর ১৪ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় শুনানি।
advertisement
6/6
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এবার দেখার, নতুন বেঞ্চে মামলা উঠলে কত দ্রুত শুনানি হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র (DA) সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এবার দেখার, নতুন বেঞ্চে মামলা উঠলে কত দ্রুত শুনানি হয়।
advertisement
advertisement
advertisement