• যার ব্যাপক প্রভাব পড়তে পারে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় । আজ সকাল থেকেই দীঘা, পুরী, বকখালি, সুন্দরবনে শুরু হয়ে গিয়েছে প্রকৃতির তাণ্ডব । বারবার ফিরে আসছে ভয়াবহ আয়লা, বুলবুল বা ফণীর স্মৃতি । এবার কী হবে, কতটা ক্ষয়ক্ষতি হবে...তার আঁক কষেই এখন দুশ্চিন্তায় রাজ্যবাসী ।