Suitcase Case: মানুষ মেরে লুকোনোর জায়গা সুটকেস! মাস খানেক আগেও ঘটে একই ঘটনা! কোথায় জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:
Suitcase Case: এই প্রথমই নয় অবশ্য, সুটকেসের মধ্যে মৃতদেহ ভরে ফেলে দেওয়ার এই ষড়যন্ত্র বারবার সামনে আসছে।
1/6
ট্রলি সুটকেসে ভরা মৃতদেহ। সেই সুটকেস টানতে টানতে কুমোরটুলি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন দুই মহিলা। কুমোরটুলি-কাণ্ডের ভয়াবহতায় এখনও কলকাতার গায়ে কাঁটা! কেন খুন? পুলিশি তদন্তে জানা গিয়েছে, গয়না-সম্পত্তি হাতাতেই পরিকল্পনা করে পিসিশাশুড়িকে খুন করা হয়!
ট্রলি সুটকেসে ভরা মৃতদেহ। সেই সুটকেস টানতে টানতে কুমোরটুলি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন দুই মহিলা। কুমোরটুলি-কাণ্ডের ভয়াবহতায় এখনও কলকাতার গায়ে কাঁটা! কেন খুন? পুলিশি তদন্তে জানা গিয়েছে, গয়না-সম্পত্তি হাতাতেই পরিকল্পনা করে পিসিশাশুড়িকে খুন করা হয়!
advertisement
2/6
এই প্রথমই নয় অবশ্য, সুটকেসের মধ্যে মৃতদেহ ভরে ফেলে দেওয়ার এই ষড়যন্ত্র বারবার সামনে আসছে। মাত্র দিন কয়েক আগে, দিল্লির গাজ়িপুরে পরিত্যক্ত এক পোড়া স্যুটকেসের নেপথ্যে ছিল হাড়হিম করা ঘটনা।
এই প্রথমই নয় অবশ্য, সুটকেসের মধ্যে মৃতদেহ ভরে ফেলে দেওয়ার এই ষড়যন্ত্র বারবার সামনে আসছে। মাত্র দিন কয়েক আগে, দিল্লির গাজ়িপুরে পরিত্যক্ত এক পোড়া স্যুটকেসের নেপথ্যে ছিল হাড়হিম করা ঘটনা।
advertisement
3/6
স্থানীয় থানার কাছে ওই স্যুটকেস নিয়ে খবর যায়। পুলিশ এসে তা খুলে দেখে, তার মধ্যে মহিলার দগ্ধ দেহ। পুলিশ খুন এবং খুনের প্রমাণ নষ্টের মামলা রুজু করে তদন্ত শুরু করে। সেই তদন্তেই উঠে আসে ভয়ঙ্কর ঘটনার কথা।
স্থানীয় থানার কাছে ওই স্যুটকেস নিয়ে খবর যায়। পুলিশ এসে তা খুলে দেখে, তার মধ্যে মহিলার দগ্ধ দেহ। পুলিশ খুন এবং খুনের প্রমাণ নষ্টের মামলা রুজু করে তদন্ত শুরু করে। সেই তদন্তেই উঠে আসে ভয়ঙ্কর ঘটনার কথা।
advertisement
4/6
পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া জানিয়েছিলেন, ‘‘তদন্তের শুরুতে আমাদের কাছে কোনও তথ্য ছিল না। যে এলাকা থেকে স্যুটকেস উদ্ধার হয়, প্রথমেই আমরা সেই এলাকায় যত সিসি ক্যামেরা ছিল তা পরীক্ষা করি। সেই ফুটেজ ধরেই অভিযুক্তের খোঁজ মিলেছে।’’ কী ভাবে তদন্তপ্রক্রিয়া এগিয়েছে তা-ও ব্যাখ্যা করেছিলেন অভিষেক।
পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া জানিয়েছিলেন, ‘‘তদন্তের শুরুতে আমাদের কাছে কোনও তথ্য ছিল না। যে এলাকা থেকে স্যুটকেস উদ্ধার হয়, প্রথমেই আমরা সেই এলাকায় যত সিসি ক্যামেরা ছিল তা পরীক্ষা করি। সেই ফুটেজ ধরেই অভিযুক্তের খোঁজ মিলেছে।’’ কী ভাবে তদন্তপ্রক্রিয়া এগিয়েছে তা-ও ব্যাখ্যা করেছিলেন অভিষেক।
advertisement
5/6
তিনি জানান, ফুটেজ দেখে একটি সন্দেহজনক গাড়িকে শনাক্ত করা হয়। সেই গাড়ির নম্বর প্লেট দেখে মালিকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, লোনির এক বাসিন্দার নামে গাড়িটি নথিভুক্ত করা রয়েছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মাসখানেক আগে অমিত তিওয়ারি নামে এক যুবককে বিক্রি করে দিয়েছেন।
তিনি জানান, ফুটেজ দেখে একটি সন্দেহজনক গাড়িকে শনাক্ত করা হয়। সেই গাড়ির নম্বর প্লেট দেখে মালিকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, লোনির এক বাসিন্দার নামে গাড়িটি নথিভুক্ত করা রয়েছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মাসখানেক আগে অমিত তিওয়ারি নামে এক যুবককে বিক্রি করে দিয়েছেন।
advertisement
6/6
খোঁজ শুরু হয় অমিতের। সিসি ক্যামেরা দেখে অমিতের খবর পান তদন্তকারীরা। পরে তাঁকে হেফাজতে নেন তাঁরা। জেরা করে পুলিশ জানতে পারে, কাকার মেয়ে শিল্পার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমিত। তিনি পেশায় ক্যাবচালক। এক বছর ধরে শিল্পার সঙ্গে একত্রবাসে (লিভ ইন) থাকছিলেন তিনি। সম্প্রতি সম্পর্কে চিড় ধরে। অমিত চাইছিলেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু শিল্পা বিয়ে করার জন্য জোর দিতে থাকেন। এই নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। মত্ত অবস্থায় ছিলেন অমিত। রাগের মাথায় শিল্পাকে শ্বাসরোধ করে খুন করেন তিনি! দেহ লোপাটের জন্য অনুজ বলে তাঁর এক বন্ধুকে ডেকে পাঠান অমিত। তার পর দু’জনে মিলে দেহ স্যুটকেসে ভরে গাড়িতে চাপিয়ে ফেলে আসার পরিকল্পনা করেন।
খোঁজ শুরু হয় অমিতের। সিসি ক্যামেরা দেখে অমিতের খবর পান তদন্তকারীরা। পরে তাঁকে হেফাজতে নেন তাঁরা। জেরা করে পুলিশ জানতে পারে, কাকার মেয়ে শিল্পার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমিত। তিনি পেশায় ক্যাবচালক। এক বছর ধরে শিল্পার সঙ্গে একত্রবাসে (লিভ ইন) থাকছিলেন তিনি। সম্প্রতি সম্পর্কে চিড় ধরে। অমিত চাইছিলেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু শিল্পা বিয়ে করার জন্য জোর দিতে থাকেন। এই নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। মত্ত অবস্থায় ছিলেন অমিত। রাগের মাথায় শিল্পাকে শ্বাসরোধ করে খুন করেন তিনি! দেহ লোপাটের জন্য অনুজ বলে তাঁর এক বন্ধুকে ডেকে পাঠান অমিত। তার পর দু’জনে মিলে দেহ স্যুটকেসে ভরে গাড়িতে চাপিয়ে ফেলে আসার পরিকল্পনা করেন।
advertisement
advertisement
advertisement