SSC Case: এসএসসি কাণ্ডে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ! কিন্তু স্বস্তি পাচ্ছেন না চাকরিহারা শিক্ষকরা! মূল কারণ কী জানেন? কী বলছেন শিক্ষকরা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC Case: ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট করে জানিয়েছেন, পরীক্ষা দিতে নারাজ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
কলকাতা: আপাতত স্বস্তি! মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, টেন্টেড নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা চলতি বছরেই নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগপ্রক্রিয়াও। তাই মনে করা হচ্ছে, আপাতত কয়েক হাজার শিক্ষক স্বস্তি পেলেন।
advertisement
কিন্তু ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট করে জানিয়েছেন, পরীক্ষা দিতে নারাজ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাঁদের প্রশ্ন, ''৩১ ডিসেম্বরের পরে আমরা সংসার কী করে চালাব? এটাতে কোনও স্বস্তি পাচ্ছি না।'' বাস্তবিকই, যারা ৯ বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই তাঁরাই এখন পরীক্ষায় বসলে আর কি একই ভাবে পাশ করতে পারবেন? সেই প্রশ্ন উঠেছিল আগেই। আবারও সেই একই প্রশ্ন বহাল রইল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement