ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষ্যে ইন্ডিয়ান মিউজিয়ামে হল এক রঙিন উৎসব

Last Updated:
করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক, শারীরিক দূরত্বের গন্ডি। তবু শিল্পের ছোঁয়ায় সব মলিনতা পেরিয়ে একটা মন ভাল করা সন্ধে।
1/6
বাঙালির পয়লা বৈশাখ মানে হালখাতা, মিষ্টিমুখ, পাট ভাঙা শাড়ি, নতুনের গন্ধ... একটা ভরপুর আবেগের দিন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই দিনটির আরও একটা তাৎপর্য আছে। মোনালিসার স্রষ্টা দা ভিঞ্চি জন্মেছিলেন এমনি কোনও এক ১৫ এপ্রিলে। গোটা বিশ্ব এই দিনটা আন্তর্জাতিক শিল্প দিবস হিসাবে পালন করে।
বাঙালির পয়লা বৈশাখ মানে হালখাতা, মিষ্টিমুখ, পাট ভাঙা শাড়ি, নতুনের গন্ধ... একটা ভরপুর আবেগের দিন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই দিনটির আরও একটা তাৎপর্য আছে। মোনালিসার স্রষ্টা দা ভিঞ্চি জন্মেছিলেন এমনি কোনও এক ১৫ এপ্রিলে। গোটা বিশ্ব এই দিনটা আন্তর্জাতিক শিল্প দিবস হিসাবে পালন করে।
advertisement
2/6
একুশের কলকাতাও ওয়ার্ল্ড আর্ট ডে-তে রঙিন হয়ে উঠল। ১৪২৮-এর নববর্ষে প্রথমবার আন্তর্জাতিক শিল্প দিবস পালন করল তিলোত্তমা। সৌজন্যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট, ইউনেস্কো ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
একুশের কলকাতাও ওয়ার্ল্ড আর্ট ডে-তে রঙিন হয়ে উঠল। ১৪২৮-এর নববর্ষে প্রথমবার আন্তর্জাতিক শিল্প দিবস পালন করল তিলোত্তমা। সৌজন্যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট, ইউনেস্কো ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
advertisement
3/6
১৫ এপ্রিল ইন্ডিয়ান মিউজিয়ামে হয়ে গেল ওয়ার্ল্ড আর্ট ডে-র অনুষ্ঠান। সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ মৈত্র, সুযোগ বন্দ্যোপাধ্যায়, অমিত ভর, সুব্রত কর, সুব্রত দাস, সমীর সরকারের মতো এক ঝাঁক শিল্পীর সৃষ্টি, লাইফ পেইন্টিং। সঙ্গতে ভারতীয় মার্গ সঙ্গীত ও যন্ত্র সঙ্গীতের আবহ। বছর শুরুতে এক শৈল্পিক সন্ধ্যের সাক্ষী থাকল কলকাতা।
১৫ এপ্রিল ইন্ডিয়ান মিউজিয়ামে হয়ে গেল ওয়ার্ল্ড আর্ট ডে-র অনুষ্ঠান। সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ মৈত্র, সুযোগ বন্দ্যোপাধ্যায়, অমিত ভর, সুব্রত কর, সুব্রত দাস, সমীর সরকারের মতো এক ঝাঁক শিল্পীর সৃষ্টি, লাইফ পেইন্টিং। সঙ্গতে ভারতীয় মার্গ সঙ্গীত ও যন্ত্র সঙ্গীতের আবহ। বছর শুরুতে এক শৈল্পিক সন্ধ্যের সাক্ষী থাকল কলকাতা।
advertisement
4/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IAA-এর সভাপতি মনোজ সাহা, শিল্প বিশেষজ্ঞ শ্রী মৃণাল ঘোষ, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, চিত্র পরিচালক অর্জুন চক্রবর্তী, চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি ও দেবব্রত চক্রবর্তী সহ বহু শিল্পী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IAA-এর সভাপতি মনোজ সাহা, শিল্প বিশেষজ্ঞ শ্রী মৃণাল ঘোষ, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, চিত্র পরিচালক অর্জুন চক্রবর্তী, চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি ও দেবব্রত চক্রবর্তী সহ বহু শিল্পী।
advertisement
5/6
পরিচালক অর্জুন চক্রবর্তী জানান "IAA-এর সহযোগিতায় পার্সেপশন ক্রিয়েটিভস সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক শিল্প দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে। আমি মনে করি একমাত্র শিল্প চেতনার বিকাশের মধ্যে দিয়েই আমরা উন্নততর সমাজ তৈরি করতে পারব।"
পরিচালক অর্জুন চক্রবর্তী জানান "IAA-এর সহযোগিতায় পার্সেপশন ক্রিয়েটিভস সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক শিল্প দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে। আমি মনে করি একমাত্র শিল্প চেতনার বিকাশের মধ্যে দিয়েই আমরা উন্নততর সমাজ তৈরি করতে পারব।"
advertisement
6/6
করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক, শারীরিক দূরত্বের গন্ডি। তবু শিল্পের ছোঁয়ায় সব মলিনতা পেরিয়ে একটা মন ভাল করা সন্ধে।
করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক, শারীরিক দূরত্বের গন্ডি। তবু শিল্পের ছোঁয়ায় সব মলিনতা পেরিয়ে একটা মন ভাল করা সন্ধে।
advertisement
advertisement
advertisement