১২ ফেব্রুয়ারি খুলছে স্কুল, ছাত্র-শিক্ষককে মানতেই হবে এই সরকারি গাইডলাইন
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
দশ মাস বন্ধ থাকার পরে খুলছে স্কুল। সংক্রমণ এড়াতে ছাত্র-শিক্ষক-অভিভাবক সকলের জন্য থাকছে নির্দেশিকা। মানতেই হবে যে বিধিগুলি-
১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে স্কুল চালু হবে।তবে সব শ্রেণীর নয়,নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের ক্লাস হবে।ইতিমধ্যেই তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ২৮পাতার গাইডলাইন জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। মূলত গাইডলাইনে স্কুল গুলিকে কী ব্যবস্থা নিতে হবে, শিক্ষকদের কী দায়িত্ব থাকবে, প্রধান শিক্ষকদের কো দায়িত্ব থাকবে, জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কী দায়িত্ব থাকবে, প্রশাসনের ভূমিকা কী হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
কোনও রকম খাবার, জল আদান-প্রদান একেবারেই নিষিদ্ধ। স্কুলের শৌচাগার থেকে শুরু করে সব জায়গায় গুলিকে স্যানিটাইজ করতে হবে। স্কুলে যখন ছাত্রছাত্রীরা ঢুকবেন তখন তাপমাত্রা পরীক্ষা করতে হবে। শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের বোঝাতে হবে যাতে সামাজিক দূরত্ব বিধি এবং হাত পরিষ্কার টা প্রয়োজনীয় বিষয়। আপাতত খেলাধুলা বা কোনো সামাজিক অনুষ্ঠান করা যাবে না।
advertisement
advertisement
প্রধান শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এই গাইডলাইনে। বলা হয়েছে প্রধান শিক্ষক সব শিক্ষক-শিক্ষিকাদের একটি নির্দিষ্ট দায়িত্ব দেবেন। প্রধান শিক্ষকরা ব্যক্তিগতভাবে সব ছাত্র ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন যেদিন প্রথম স্কুল খুলবে এবং তাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন যাতে তাদের মধ্যে থেকে করোনার ভয় দূর হয়।
advertisement
স্কুল শিক্ষা দপ্তরের গাইডলাইনে শিক্ষক-শিক্ষিকাদের কি দায়িত্ব থাকবে সেই বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়েছে। ক্লাস চলাকালীন ক্যাম্পাস থেকে যাতে না বেরিয়ে যায় তার প্রতি নজর রাখতে হবে শিক্ষকদের। যারা অনলাইনে ক্লাস করতে না পারেন নি তাদের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে শিক্ষকদের। প্রয়োজন হলে অতিরিক্ত ক্লাস নিতে হবে ছাত্র-ছাত্রীদের। অভিভাবকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। গাইডলাইনে বলা হয়েছে প্রয়োজন ছাড়া শিক্ষকরা ছুটি না নেন কারণ এতদিন বাদে স্কুল খোলা হচ্ছে তাই এই বিষয়টি যাতে মাথায় রাখেন শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
এর পাশাপাশি গাইডলাইনে অভিভাবকদের কি ভূমিকা থাকবে এবং ছাত্র ছাত্রীদের ভূমিকা থাকবে সেই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে।স্কুল খোলার আগে কি কি ব্যবস্থা নিতে হবে তার জন্য চেকলিষ্ট দেওয়া হয়েছে প্রধান শিক্ষক এবং জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক দের। এর পাশাপাশি চেকলিস্ট দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের ও। যে চেকলিস্ট প্রত্যেকদিন পূরণ করতে হবে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা দের। নেবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।-সোমরাজ বন্দ্যোপাধ্যায়









