Sandip Ghosh-CBI: সন্দীপ ঘোষের বাড়িতে ওগুলো কী! তালিকা তৈরি করে ফেলেছে সিবিআই! দেখে থ তদন্তকারীরাও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Sandip Ghosh-CBI: সন্দীপ ঘোষের বাড়ি থেকে এক গুচ্ছ টেন্ডার কপি, নোটিস, কোটেশন, ইনকোয়ারি কমিটি রিপোর্ট, কোম্পানি রিলেটেড ডকুমেন্টস, এগ্রিমেন্ট, ভেন্ডার রিলেটেড ডকুমেন্টস ও হার্ড ডিস্কও মিলেছে বলে খবর।
সিবিআইয়ের অভিযানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে সিজার লিস্ট অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে খবর। তৃণমূল নেতা শান্তনু সেনের তরফে দেওয়া কপি সার্কুলার, রিজোলিউশন অফ রোগী কল্যাণ সমিতি লেটার এবং সন্দীপ ঘোষের (তৎকালীন প্রিন্সিপাল হিসাবে) পাল্টা রিপ্লাই লেটার নথি মিলেছে বলে খবর।
advertisement
শুধু তাই নয়, মিলেছে অ্যাপলের ল্যাপটপ সঙ্গে চিপ। হার্ড ডিস্ক, এক গুচ্ছ নথি (অভিযোগপত্র আরটিআই-এর রিপ্লাই)। এছাড়াও মিলেছে এক গুচ্ছ নথি। আরজি কর হাসপাতালের অফিসিয়াল করেস্পন্ডেন্স, অন্তর্বর্তী কমিটির কনফিডেন্সিয়াল রিপোর্ট, আরজি করের প্রিন্সিপালের তরফ থেকে টালা থানার ওসি-কে দেওয়া চিঠি, ই টেন্ডার ডকুমেন্টস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement