Sandip Ghosh-CBI: জেলে এ কী বলে ফেললেন সন্দীপ ঘোষ! শুনেই অবাক সকলে, পাল্টা এল জবাব! চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sandip Ghosh-CBI: বুধবার থেকেই সন্দীপদের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। আপাতত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, একদমই সুস্থ আছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। নিয়মমতো খাবারও খেয়েছেন সন্দীপ। তবে জেলের খাবার নিয়ে তাঁর আপত্তি রয়েছে। বলেছেন, 'এমন খাবার কি খাওয়া যায়'? যদিও পাল্টা কারারক্ষীরা তার কথায় পাত্তা দেননি বলেই খবর। সূত্রের খবর, সন্দীপকে বলা হয়, 'এটা আরজি কর হাসপাতাল নয়, যা চাইবেন, তাই পাবেন।'
advertisement
advertisement
সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার হওয়া বাকি তিনজনকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের ২৩/৪৪ নম্বর ওয়ার্ডে। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ–সহ নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন।