RG Kar Hospital: ফের সেই আরজি কর! রক্তমাখা ওগুলো কী! বিস্ফোরক জুনিয়র ডাক্তাররা, তদন্তের নির্দেশ
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
RG Kar Hospital: এই গ্লাভস দিয়েই রোগী পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। কী ভাবে তা সম্ভব?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চিকিৎসকদের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, “সেন্ট্রাল রেফারেল সিস্টেম হয়ে গিয়েছে বলেও তাঁরা বলেছেন। যদিও একইসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি কাজে সময় লাগবে। বিশেষ করে নিয়োগ নিয়ে এমনটাই বক্তব্য সরকার পক্ষের। মৌখিক কথা বলেছেন। কিন্তু আমরা চাই, গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করা হোক। কিন্তু আমাদের একটা টাইমলাইন দেওয়া হোক। এই বিষয়ে ওঁরা জানিয়েছেন, অ্যাসেসমেন্ট করবেন। এই মাসের তৃতীয় সপ্তাহে তারা করবেন বলে জানিয়েছেন। ওঁরা বলছেন পুজো কেটে যাক। আমাদের অনশনকারীদের তুলতে বলছেন। আমরা বলেছি, আপনারা আসুন। তারা নাকি কিছুই জানতেন না। মুখ্য সচিব আগের দিন যা বলেছেন তাই আজও বলেছেন। কী করে আমরা অনশন তুলব? আমরা তো কোনও আশ্বাসই পেলাম না। খালি বলছেন পুজোর পরে। ওঁদের সদিচ্ছার অভাব। বার বার বলা হচ্ছে উৎসবে ফিরুন। কিন্তু কালিমালিপ্ত কেন করা হচ্ছে? মিস কমিউনিকেশন কী করে হয়? আজ কেন ডাকা হল তাহলে ১০০ ঘণ্টা পরে। আমরা রাজনীতি করতে আসিনি।”






