RG Kar Case-CBI: সই করে দিলেন সঞ্জয়, আরজি কর কাণ্ডের চার্জশিটে ভয়ঙ্কর তথ্য! কী ঘটেছিল ওই রাতে? আঁতকে উঠবেন জেনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
RG Kar Case-CBI: আরজি কর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা।
আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় দ্রুত এবার চার্জ ফ্রেম গঠন হবে। আরজি কর ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে শিয়ালদহ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে হাজির করানো হয় সঞ্জয়কে। সেই এজলাসে চার্জশিট রিসিভ কপিতে সই করেন সঞ্জয় রায়। এখন অ্যাডিশনাল ডিস্ট্রিক অ্যান্ড সেশন জাজের কোর্টের শুনানি হবে সঞ্জয় রায়ের মামলার। এখানে চার্জ ফ্রেম সহ শুনানি হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চার্জশিটে সিবিআই জানিয়েছে, ৯ অগাস্ট ভোর ৩.৪২ মিনিটে সঞ্জয় রায়কে মোটরসাইকেলে চড়ে আরজি কর হাসপাতালের মূল গেট দিয়ে ঢুকতে দেখা যায়৷ এর পর গেটের কাছেই নিজের মোটরসাইকেলটি রাখে সে৷ ভোর ৩.৪৮ মিনিট- আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের র্যাম্প ধরে হাসপাতালের ভিতরে ঢুকতে দেখা যায় সঞ্জয় রায়কে৷
advertisement
advertisement
চার্জশিটে সিবিআই ঘটনার আগে নির্যাতিতার গতিবিধির কথাও উল্লেখ করেছে৷ সেখানে বলা হয়েছে, ওই সেমিনার রুমেই আরও চারজন চিকিৎসকের সঙ্গে খাওয়া দাওয়া সারেন নির্যাতিতা৷ চার্জশিটে আরও দাবি করা হয়েছে, শেষবার ভোর ৩টি নাগাদ নির্যাতিতাকে দেখেছিলেন তাঁরই এক সতীর্থ৷ ময়নাতদন্তের রিপোর্টেও দাবি করা হয়েছে, নির্যাতিতার মৃত্যু ভোর চারটের পরে হয়েছে৷
advertisement