রথযাত্রার আগেই ১০১ শিশু-কিশোরকে তিন তলা রথ ও জগন্নাথ দেবের বিগ্রহ বিতরণ করা হয় যোধপুর পার্কে। রথযাত্রা উপলক্ষে মা দুর্গার খুঁটি পুজো শুরু কলকাতা জুড়ে বিভিন্ন ক্লাবগুলিতে। কেউ আবার রথযাত্রার পূণ্য লগ্নে খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে চক্ষুদানের অঙ্গীকারও করছেন। আবার কেউ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সবমিলিয়ে উৎসবের মেজাজে সপ্তাহশেষের এক মেঘলা দিন কাটাচ্ছে কলকাতা।