Primary Tet Scam: এবার প্রাথমিকের ৩২ হাজার চাকরি! হাইকোর্টে বিরাট ঘটনা, সিদ্ধান্ত এবার প্রধান বিচারপতির! 'বিস্ময়কর' বলছেন মামলাকারী আইনজীবী
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Primary Tet Scam: নতুন কোন ডিভিশন বেঞ্চে মামলা যাবে, তা এখন স্থির করবেন প্রধান বিচারপতি।
advertisement
advertisement
advertisement
মূল মামলাকারী আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি বলেন, ''খুবই বিস্ময়ের যে, ২০২৩ সালের মে মাস থেকে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছে যে বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেই বিচারপতি সৌমেন সেন সোমবার ব্যক্তিগত কারণে মামলা ছেড়ে দিচ্ছেন। আমরা আশা করব খুব দ্রুত ব্যবস্থা হবে। প্রধান বিচারপতি হস্তক্ষেপ করবেন।''
advertisement
advertisement
এদিকে, এসএসসি চাকরি বাতিল মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বলেন, ''আপনাদের টার্মিনেট কেউ করেনি। আপনাদের কাজ করতে কেউ বারণ করেছে? যান বাচ্চাদের শিক্ষা দিন। ধরুন ওরা না করে দিল, আমরা তখন শিক্ষা দফতরকে বলব, বিকল্প ব্যবস্থা করব। আপনারা যাতে চাকরি ফেরত পান, সেই ব্যবস্থা দুই মাসেই করা হবে।''
advertisement