

• বসন্ত ঝড়ের পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে চলতি সপ্তাহে। বুধ-বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিল হাওযা অফিস।


• বসন্তেই কি তবে কালবৈশাখীর সূচনা? নজর রাখছেন আবহাওয়াবিদরা।সোমবার থেকেই রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। কাল থেকে বাড়বে বৃষ্টি।


• সপ্তাহভর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।


•পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতেই বৃষ্টি রাজ্যজুড়ে। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও জলীয় বাষ্প পূর্ণ পূবালির গরম হাওয়ার মিশ্রণে বৃষ্টি হবে রাজ্যে।


• কলকাতায় সোমবার সকালে পরিষ্কার আকাশ থাকবে। পরে আংশিক মেঘলা আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম।


• বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে।আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা।


• দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ২ বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে।মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। • দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।


•বুধ ও বৃহস্পতি উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি চলছে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে।


• সোমবার ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।সোম-মঙ্গল বৃষ্টি হবে ছত্রিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা, আসাম, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, ত্রিপুরাতেও।


•বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে।বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সঙ্গে উড়িষ্যাতেও ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে।


•আগামী বুধবার রাতে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। এর জেরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে আবারও তুষারপাতের সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবারে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।