বাঙালির প্রিয় পোস্ত, তাতে দেদার মিশছে ভেজাল, জানুন পুরো সত্যিটা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেদার টাকা দিয়ে পোস্ত বলে যেটা কিনে আনছেন সেটা আসলে কি?
advertisement
পুলিশের কাছে অনেকদিন ধরেই খবর ছিল পোস্তা থানা এলাকায় মহর্ষি দেবেন্দ্র রোডে দেদার বিক্রি হচ্ছে ভেজাল পোস্ত। কলকাতা সহ বিভিন্ন জেলায় সেই পোস্তর চাহিদা বিপুল। কলকাতা সহ শহরতলীর গন্ডি ছাড়িয়ে জেলাতেও রমরমা কারবার এই ভেজাল পোস্তর। পোস্তা থানা এলাকায় মহর্ষি দেবেন্দ্র রোডের গুপ্তা ট্রেডার্সে পৌঁছাতেই রহস্যের পর্দা ফাঁস করল ইবি-র অফিসারা। পুলিশের কাছে আগাম খবর ছিল পোস্তর সঙ্গে মেশানো হচ্ছে রামদানা। Photo-Representative
advertisement
সেই দানা এমনই দেখতে যে পোস্তর দানা ও রামদানা আলাদা করা শুধু কঠিন-ই নয়, কার্যত অসম্ভব। গুপ্তা ট্রেডার্সের সেই দোকানে ইবি-র হানা দেওয়া মাত্রই অফিসারেরা চলে যান দোকানের উপরের একটি গুদাম ঘরে। গুদাম ঘরে যাওয়া মাত্রই হাতেনাতে ধরা পড়ে ভেজাল পোস্তর কারবার। দেখা যায় দুই মহিলা পোস্তর সঙ্গে মেশাচ্ছেন রামদানা। মূলত ভুট্টা, সুজি ও গমের দানার সংমিশ্রণে তৈরি হয় রামদানা। সেই দানা পুরোপুরি দেখতে পোস্তর দানার মত। প্রায় পাঁচ থেকে ছয় বস্তা ভেজাল পোস্ত চোখের সামনে মেলাতে দেখে ইবি-র আধিকারিক। Photo-Representative
advertisement
advertisement
ইবি-র এক অফিসার যুগল কিশোর দাঁ জানান, গুপ্তা ট্রেডার্স নিয়ে বিভিন্ন তথ্য অনেকদিন ধরেই তারা পাচ্ছিল, শনিবার দুপুরে দোকানে হানা দিয়ে রাম দানার সঙ্গে পোস্ত দানা মেশানোর নমুনা মিলেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রের খবর দোকানের মালিক সন্দিপ গুপ্তা সেই দোকানের মালিকে গ্রেফতার করে আরও তথ্য পেতে চায় পুলিশ।Photo-Representative
advertisement









