হাতছানি দেয় টিটি ব্যাট আর জাতীয় পতাকা, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পদ্মশ্রী প্রাপক মৌমা দাস
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
নাম ঘোষণা হওয়ার পর শুভেচ্ছার বন্যায় আপ্লুত মধ্যমগ্রামের মৌমা।
advertisement
গত দু বছর তাঁর কথায় তিনি নিপাট গৃহবধূ। টেবিল টেনিস কোর্ট থেকে বহুদূরে।শরীরে ওজনও বেড়েছে। করোনা অতিমারির কারনে এমনিই টেবিল টেনিস কোর্ট বন্ধ ছিল। তার পরও ফিজিক্যাল ও মেন্টাল ট্রেনারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিদেশি কোচ পিটার নিয়মিত ভিডিও কল ও ভিডিও পাঠিয়ে তাঁকে প্রস্তুত হওয়া পরামর্শ দিয়ে চলেছেন।
advertisement
কমনওয়েলথে গেমসে দেশের নাম উজ্জল করা সোনা জয়ী বাংলার সোনার মেয়ে মৌমা দাস বর্তমানে ছটপট করছে আবার টেনিস কোর্টে ফিরতে।পাঁচ বার টেবিল টেনিসে ন্যাশানাল জয়ী মৌমার কথায়, মেয়ে হওয়ার পর থেকে মাঠের বাইরে তাই আবার নতুন করে সব শুরু করতে হবে। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর মৌমার পরিবার মৌমাকে বলেছে, লড়াকু মেয়ের লাকি কন্যা সন্তান পেয়েছে।
advertisement
মেয়ে অদ্রিত্রি দাসকে নিয়ে খুঁনশুটির মাঝেই জানিয়ে দিলেন খেলা নয় মেয়ের মন গানের দিকে। গুনগুন করে ওঠা মেয়েকে দেখে মৌমাও মনে মনে প্রস্তুতি নিচ্ছে আবার টেনিসের কোর্টে ফেরার।একজন মহিলার ঘর সংসার সামলে টেবিল টেনিসের মত আন্তর্জাতিক খেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাএক কঠিন চ্যালেঞ্জ তা নিজেই স্বীকার করেই বলে ওঠেন শ্বাশুড়ি আর কাকিমা যদি পাশে না থাকত তো বিয়ের পরও এভাবে টেনিস কোর্টে দাপট দেখানো সম্ভব হত না।
advertisement
মৌমা দাসের আগে টেনিস খেলওয়ার হিসাবে অচিন্ত কমল শরদ এই পদ্মশ্রী সম্মান পেয়েছেন।সেই হিসাবে টেনিসে মহিলা খেলওয়ার হিসাবে ইতিহাসে তাঁর নাম উঠল।মৌমা দাসের কথায় এত টা তিনিও ভাবেনি।টেনিস কোর্টে নেমে পুরস্কার মাথায় থাকে না। তখন শুধুই মনে হয় দেশ তাকিয়ে আছে তাঁর দিকে। জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতের টানেই আবার কোর্টে ফিরতে চান তিনি। কারণ অলিম্পিকে নেমেও পদক জোটেনি যে আজও।