Mamata Banerjees Brother: 'দিদি'র জয় চাই, ভবানীপুরের দরজায়-দরজায় চেনা মুখ 'ভাই' কার্তিক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjees Brother: ভবানীপুর উপনির্বাচনে ভোটযুদ্ধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে প্রচারে নামলেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ও।
ভবানীপুর, এক কথায় মিনি ইন্ডিয়া। ভবানীপুর (By Poll Bhawanipur) বিধানসভা কেন্দ্রের আটটি ওয়ার্ড জুড়ে থাকেন একাধিক ভাষাভাষির মানুষের বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে থাকতে শুরু করেন তাঁরা। আর এই ভিন্ন প্রান্তের মানুষ এই বিধানসভা কেন্দ্রের ভোটার। সেখানেই এবার ভোটযুদ্ধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে প্রচারে নামলেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
advertisement
advertisement
advertisement
অপরদিকে, এদিন সকাল-সকাল ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে নামেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। নিজের পাড়া চেতলায় প্রচারপর্ব সারেন তিনি। বাড়িবাড়ি লিফলেটও বিলি করেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর দু হাত ভরে আশীর্বাদ করবে। তাঁর জয় সময়ের অপেক্ষা মাত্র।









