Health Tips: ডায়াবেটিস মানেই কি সারাজীবন ওষুধ? সামান্য ঘরোয়া উপায়ে কীভাবে সুগার নিয়ন্ত্রণ সম্ভব, জানুন সহজ পথ
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে প্রথম ও প্রধান শর্ত হল স্বাস্থ্যকর জীবনযাপন। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম—এই তিনটি বিষয় মেনে চললে রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুম শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
ডায়াবেটিসে আক্রান্ত হলে অনেককেই নিয়মিত একাধিক ওষুধের উপর নির্ভর করতে হয়। কিন্তু শুধু ওষুধ খেলেই কি সমস্যার সমাধান সম্ভব? দীর্ঘদিন অতিরিক্ত ওষুধ শরীরে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করছে না তো—এই প্রশ্নও উঠছে বারবার। এই প্রেক্ষিতেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাত্রার পরিবর্তনের উপর জোর দেওয়ার পরামর্শ দিলেন বসিরহাট জেলা হাসপাতালের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শ্যামল কুমার বিশ্বাস।
advertisement
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে প্রথম ও প্রধান শর্ত হল স্বাস্থ্যকর জীবনযাপন। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম—এই তিনটি বিষয় মেনে চললে রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুম শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
advertisement
advertisement
advertisement
ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী খাওয়া হচ্ছে এবং কতটা খাওয়া হচ্ছে—এই দুই দিকেই নজর রাখা দরকার। পুষ্টিকর, কম চর্বিযুক্ত ও কম ক্যালোরিযুক্ত খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি, ফল এবং সম্পূর্ণ শস্য রাখা জরুরি। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়াও উপকারী।
advertisement
এছাড়াও মানসিক চাপ ডায়াবেটিসের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত স্ট্রেস রক্তে শর্করার মাত্রা বাড়ায় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করা উচিত। ধ্যান, যোগব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে বলে মত বিশেষজ্ঞদের।







