Krishak Special Train : 'কৃষক স্পেশালে' সুখবর! ছোট ব্যবসায়ীদের 'আরও ট্রেনের' দাবিতে 'বড়' সিদ্ধান্তে পূর্ব রেল...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Krishak Special Train : হাওড়া ডিভিশনেও চালু হচ্ছে কৃষক স্পেশাল ট্রেন।
সবে মাত্র দু'দিন হয়েছে৷ আর তাতেই চাহিদা বাড়ছে কৃষক স্পেশালের। আপাতত শান্তিপুর ও গেদে থেকে চালু হয়েছে কৃষক স্পেশাল। শিয়ালদহ ডিভিশনের একাধিক প্রান্ত থেকে আসা শুরু হয়েছে অনুরোধ। কৃষক স্পেশাল ট্রেন চালানো হোক। বিশেষ করে ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, ক্যানিং শাখা থেকে আসতে শুরু করেছে অনুরোধ। যাতে কৃষক স্পেশাল ট্রেন চালানো হয়।
advertisement
advertisement
advertisement
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জারি হওয়া কঠোর বিধিনিষেধের সময়ে শহরের বিভিন্ন বাজারে, ফুল, ফল, সবজি, ছানার মতো পণ্যের জোগানে নানা সমস্যা দেখা দিয়েছিল। সেই পরিস্থিতি সামলাতে পরের দিকে কৃষক এবং ছোট ব্যবসায়ীরা সড়ক পথে ছোট ট্রাক ব্যবহার করতে শুরু করেন। এর ফলে পরিবহণ খাতে খরচ বেশ কিছুটা বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে দাম বাড়ছিল পণ্যেরও।
advertisement
advertisement
করোনা বিধিনিষেধে বিশেষ এই ট্রেন চালু হওয়ায় উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বিভিন্ন অঞ্চলের কৃষক, ছোট ব্যবসায়ীদের সুবিধা হচ্ছে। গত মঙ্গলবার এই ট্রেন যাত্রার উদ্বোধন করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।তবে শুধু শিয়ালদহ নয়। কৃষক স্পেশাল ট্রেন চলবে হাওড়া থেকেও। পরিকল্পনা চলছে তারকেশ্বর ও কাটোয়া থেকে চলবে এই দুই স্পেশাল। খুব শীঘ্রই তা ঘোষণা হবে। প্রতীকী ছবি ৷