

উৎসবের শেষ হয় না ৷ তার রেশ যেন চলতে থাকে গোটা বছর ধরে ৷ আর তা আঁকড়ে ধরেই পরের বছরের জন্য অপেক্ষা ৷ শুক্রবার রেড রোডে ‘বাংলা ব্র্যান্ড কার্নিভ্যাল’ যেন কিছুটা এই ইঙ্গিতই দিয়ে গেল ৷ জমজমাট ভঙ্গিতে, গানে, নাচে, ঠাকুর দর্শনে এ যেন ঠাকুর দেখার রিক্যাপ ! শহরের বাছাই করা ৩৯টি বারোয়ারি পুজো শোভাযাত্রায় একেবারে তাক লাগিয়ে দিল ৷ প্রত্যেক বারোয়ারি নিজের ভঙ্গিতে শোভাযাত্রায় তুলে ধরল নতুন শৈলি ৷ Photo: Siddhartha Sarkar


প্রথমবার অনুষ্ঠিত এই শোভাযাত্রা কিন্তু দর্শকদের মন জয় করে নিতে সফল ৷ Photo: Siddhartha Sarkar


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনেই ঝিমিয়ে পড়া দর্শকরা নিমেষে একেবারে চাঙ্গা ! Photo: Siddhartha Sarkar


রেড রোডের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথিদের তালিকা ছিল অনেক বড় ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, বৈশালি ডালমিয়া, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দমকলমন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় , টলিউডের বিভিন্ন কলাকুশলী প্রত্যেকেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে উপস্থিত হয়েছিলেন এদিন ৷


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এদিন শোভাযাত্রাতেই জানান, এবছর ৩৯টি পুজো অংশ নিলেও আগামী বছর এই সংখ্যা বেড়ে হবে ৭৫ ৷ Photo- Siddhartha Sarkar


শোভাযাত্রায় যে সমস্ত পুজোগুলি অংশ নিয়েছিল ৷ সেগুলি হল- সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, শিব মন্দির, ভবানীপুর ৭৫ পল্লি, ৬৬ পল্লি কালীঘাট, বাদামতলা আষাঢ় সংঘ, অবসর, স্বাধীন সংঘ, কোলাহল গোষ্ঠী চেতলা, নাকতলা উদয়ন সংঘ, বোস পুকুর তালবাগান, সন্তোষপুর অ্যাভেনিউ সাউথ, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি হরিদেবপুর, বেহালা ফ্রেন্ডস ক্লাব, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, সমাজসেবী, ত্রিধারা সম্মিলনী, যোধপুর পার্ক ৯৫ পল্লি, খিদিরপুর ২৫ পল্লি, আহিরীটোলা, কুমোরটুলি, টালা বারোয়ারি, কলেজ স্কোয়্যার, কাশীবোস লেন, শিকদার বাগান, উল্টোডাঙা পল্লিশ্রী, কাঁকুড়গাছি যুবক বৃন্দ, বেলেঘাটা ৩৩ পল্লি, দমদম তরুণদল, সল্টলেক একে ব্লক এবং মন্দিরতলা সর্বোজনীন ৷ Photo- Siddhartha Sarkar


৩৯টি পুজো এই শোভাযাত্রায় অংশ নিলেও, ছিল না দেশপ্রিয় পার্কের পুজোকো। গতবছর থেকেই বিতর্ক চলছে দেশপ্রিয় পার্কের পুজো নিয়ে। Photo- Siddhartha Sarkar