Kolkata News: ডিসেম্বর থেকেই চালু হচ্ছে মোবাইল অ্যাপে মেট্রো টিকিট! কীভাবে মিলবে কিউআর কোড টিকিট? জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata News: ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ শাখায় সবকটি স্টেশনে কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। মোবাইলে ই-টিকেটিং (Kolkata Metro E ticketing) এখন শুধু চালু হওয়ার অপেক্ষা।
অফিস টাইমে টিকিটলাইনে ভিড়ে ঠাসাঠাসি আর নয়। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) চালু হতে চলেছে কিউ আর কোড বেসড টিকিট। ডিসেম্বরের গোড়াতেই নতুন পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। করোনা কালে সংক্রমণ এড়িয়ে এভাবে টিকিট কাটা যাত্রীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে বলেই মনে করছেন মেট্রো কর্তারা।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রত্যেক স্টেশনের জন্য থাকবে পৃথক কিউআর কোড। যে মোবাইল থেকে টিকিট কাটা হচ্ছে, একমাত্র সেই মোবাইল থেকেই কিউআর কোড কাজ করবে। যে স্টেশন থেকে যাত্রী উঠবেন এবং যেখানে নামবেন, সেই দুই স্টেশনের নাম অ্যাপে লিখতে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। অনলাইনে সেই ভাড়া মেটানোর সঙ্গে সঙ্গে যাত্রীর মোবাইলে চলে আসবে কিউআর কোড।
advertisement
advertisement
advertisement
করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মেট্রোয় ফের টোকেন চালু হয়েছে দিনসাতেক আগে। তা ছাড়া স্মার্ট কার্ড তো রয়েইছে। আর এবার ডিসেম্বরের গোড়াতেই অত্যাধুনিক এই ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরা। মেট্রোর এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট। কিউআর কোড ব্যবহার করেই এবার মেট্রো সফর করতে পারবেন তাঁরা।





