Kolkata Monsoon Forecast : ২১ জুলাই পাল্টে যাবে আবহাওয়ার খেলা! ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে কোথায়? বড় আপডেট হাওয়া অফিসের
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Monsoon Forecast : আগামিকাল একুশে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। অনেকটা পাসিং সাওয়ার রেইন। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
advertisement
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। মৌসুমি অক্ষরেখা বিকানির, কোটা, গুনা, ডামহো, পেন্ড্রারোড, এরপর রাউলকেল্লা কন্টাইয়ের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যদি অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আজ বৃষ্টির কিছুটা কম হলেও বৃষ্টি বাড়তে পারে শুক্রবার।
advertisement
advertisement
advertisement
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৬.৭ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement