শহরের প্রাণকেন্দ্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জীবানুনাশ, করোনা সংক্রমণ ঠেকাতে প্রস্তুত বিশেষ সুরঙ্গ

Last Updated:
মুম্বই এবং মাইসোরে এমন জীবাণুমুক্তকারী টানেল বসানো হয়েছে।
1/6
*কলকাতা পেল শহরের প্রথম স্বয়ংক্রিয় জীবানুমুক্তনাশকারী সুরঙ্গ। নিউ মার্কেটে ঢুকতে গেলে এবার আপনাকে যেতে হবে এই বিশেষ টানেলের ভিতর দিয়ে। আর তখনই  স্প্রিংকলার যন্ত্র থেকে হালকা জলের ছিটা লাগবে শরীরে। ছবিঃ সংগৃহীত। 
*কলকাতা পেল শহরের প্রথম স্বয়ংক্রিয় জীবানুমুক্তনাশকারী সুরঙ্গ। নিউ মার্কেটে ঢুকতে গেলে এবার আপনাকে যেতে হবে এই বিশেষ টানেলের ভিতর দিয়ে। আর তখনই  স্প্রিংকলার যন্ত্র থেকে হালকা জলের ছিটা লাগবে শরীরে। ছবিঃ সংগৃহীত। 
advertisement
2/6
*করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্যই এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। যাকে এককথায় ঐতিহাসিক বলা যেতে পারে। কারণ শহরে এমন ব্যবস্থা এই প্রথম। ছবিঃ সংগৃহীত। 
*করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্যই এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। যাকে এককথায় ঐতিহাসিক বলা যেতে পারে। কারণ শহরে এমন ব্যবস্থা এই প্রথম। ছবিঃ সংগৃহীত। 
advertisement
3/6
*আপাতত নিউ মার্কেটের একটি গেটে পরীক্ষামূলকভাবে টানেল বসানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এফ. হার্লে কোম্পানির হার্লে সানিকুল শাখাকে। জীবাণুমুক্ত করার কাজে এখানে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন পারক্সাইডের লঘু দ্রবণ। ফলে এই যন্ত্রটি মানুষের শরীরের তেমন ক্ষতি করবে না। সেইসঙ্গে বিশেষ সেন্সরের ব্যবহার করা হয়েছে, যাতে অহেতুক রাসায়নিক ব্যয়ভার ন হয়। ছবিঃ সংগৃহীত। 
*আপাতত নিউ মার্কেটের একটি গেটে পরীক্ষামূলকভাবে টানেল বসানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এফ. হার্লে কোম্পানির হার্লে সানিকুল শাখাকে। জীবাণুমুক্ত করার কাজে এখানে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন পারক্সাইডের লঘু দ্রবণ। ফলে এই যন্ত্রটি মানুষের শরীরের তেমন ক্ষতি করবে না। সেইসঙ্গে বিশেষ সেন্সরের ব্যবহার করা হয়েছে, যাতে অহেতুক রাসায়নিক ব্যয়ভার ন হয়। ছবিঃ সংগৃহীত। 
advertisement
4/6
*পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। সেইসঙ্গে তাঁরা দাবি করেছেন, বাজারের অন্য গেটগুলিতেও যাতে এমন যন্ত্র বসানো হয়। ছবিঃ সংগৃহীত। 
*পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। সেইসঙ্গে তাঁরা দাবি করেছেন, বাজারের অন্য গেটগুলিতেও যাতে এমন যন্ত্র বসানো হয়। ছবিঃ সংগৃহীত। 
advertisement
5/6
*তবে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। সবদিক বিচার করে যদি দেখা যায় এই যন্ত্র কার্যকরী, তাহলে অবশ্যই সমস্ত গেটে এই যন্ত্র বসানো হবে। সেইসঙ্গে শহরের অন্যান্য ব্যস্ত বাজারেও এমন ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জন্য কিছুটা সময় দরকার। ছবিঃ সংগৃহীত। 
*তবে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। সবদিক বিচার করে যদি দেখা যায় এই যন্ত্র কার্যকরী, তাহলে অবশ্যই সমস্ত গেটে এই যন্ত্র বসানো হবে। সেইসঙ্গে শহরের অন্যান্য ব্যস্ত বাজারেও এমন ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জন্য কিছুটা সময় দরকার। ছবিঃ সংগৃহীত। 
advertisement
6/6
*এর আগে মুম্বই এবং মাইসোরে এমন জীবাণুমুক্তকারী টানেল বসানো হয়েছে। পুনে শহরে মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। তবে সেইসব যন্ত্রে সোডিয়াম হাইপোক্লোরাইট যৌগ ব্যবহার করা হয়েছে। কলকাতার এই যন্ত্রটি সেই তুলনায় নিরাপদ। ছবিঃ সংগৃহীত।
*এর আগে মুম্বই এবং মাইসোরে এমন জীবাণুমুক্তকারী টানেল বসানো হয়েছে। পুনে শহরে মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। তবে সেইসব যন্ত্রে সোডিয়াম হাইপোক্লোরাইট যৌগ ব্যবহার করা হয়েছে। কলকাতার এই যন্ত্রটি সেই তুলনায় নিরাপদ। ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement