শহরের প্রাণকেন্দ্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জীবানুনাশ, করোনা সংক্রমণ ঠেকাতে প্রস্তুত বিশেষ সুরঙ্গ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মুম্বই এবং মাইসোরে এমন জীবাণুমুক্তকারী টানেল বসানো হয়েছে।
advertisement
advertisement
*আপাতত নিউ মার্কেটের একটি গেটে পরীক্ষামূলকভাবে টানেল বসানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এফ. হার্লে কোম্পানির হার্লে সানিকুল শাখাকে। জীবাণুমুক্ত করার কাজে এখানে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন পারক্সাইডের লঘু দ্রবণ। ফলে এই যন্ত্রটি মানুষের শরীরের তেমন ক্ষতি করবে না। সেইসঙ্গে বিশেষ সেন্সরের ব্যবহার করা হয়েছে, যাতে অহেতুক রাসায়নিক ব্যয়ভার ন হয়। ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement