Lakshmi Puja 2021| Market Price Hike|| অতি বৃষ্টির দাপটে বাজারে অগ্নিমূল্য ফল-সবজি, এক নজরে লক্ষ্মীপুজোর দিনের বাজারদর...

Last Updated:
Market Price hike due to heavy rain: লক্ষ্মী পুজোয় মাথায় হাত মধ্যবিত্তের। একে বৃষ্টির, তার ওপরে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি...দুই'য়ের জেরে অগ্নিমূল্য বাজার।
1/7
*উমা বিদায়ের বিষন্নতা কাটিয়ে উঠেছে বাঙালি। আজ কোজাগরী লক্ষ্মী পুজো (Lakshmi Puja 2021)। ধনদেবীর আরাধনায় বাঙালির ঘরে ঘরে এ দিন থাকে উৎসবের মেজাজ। কিন্তু এ বারে লক্ষ্মী পুজোয় মাথায় হাত মধ্যবিত্তের। একে বৃষ্টির, তার ওপরে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি...দুই'য়ের জেরে অগ্নিমূল্য বাজার। ফাইল ছবি। 
*উমা বিদায়ের বিষন্নতা কাটিয়ে উঠেছে বাঙালি। আজ কোজাগরী লক্ষ্মী পুজো (Lakshmi Puja 2021)। ধনদেবীর আরাধনায় বাঙালির ঘরে ঘরে এ দিন থাকে উৎসবের মেজাজ। কিন্তু এ বারে লক্ষ্মী পুজোয় মাথায় হাত মধ্যবিত্তের। একে বৃষ্টির, তার ওপরে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি...দুই'য়ের জেরে অগ্নিমূল্য বাজার। ফাইল ছবি। 
advertisement
2/7
*লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2021) দিন সকাল থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার তেমন কোনও উন্নতির পূর্বাভাস নেই। ফলে বৃষ্টির দাপটে বাজারে ফল, শাকসবজির আগুন দাম। যার ছ্যাঁকায় নাজেহাল গৃহস্থ। ফাইল ছবি। 
*লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2021) দিন সকাল থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার তেমন কোনও উন্নতির পূর্বাভাস নেই। ফলে বৃষ্টির দাপটে বাজারে ফল, শাকসবজির আগুন দাম। যার ছ্যাঁকায় নাজেহাল গৃহস্থ। ফাইল ছবি। 
advertisement
3/7
*আজ মঙ্গলবার সন্ধ্যে থেকেই শুরু হবে পূর্ণিমা, তাই মঙ্গল ও বুধবার এই দুদিনই আরাধনা হবে লক্ষ্মীর। তার ওপরে করোনা আবহ ও নিম্নচাপের জেরে  (Rain Forecast Bengal) গত বছরের তুলনায় এবছরে প্রতিমা দাম বেড়েছে। ফাইল ছবি। 
*আজ মঙ্গলবার সন্ধ্যে থেকেই শুরু হবে পূর্ণিমা, তাই মঙ্গল ও বুধবার এই দুদিনই আরাধনা হবে লক্ষ্মীর। তার ওপরে করোনা আবহ ও নিম্নচাপের জেরে  (Rain Forecast Bengal) গত বছরের তুলনায় এবছরে প্রতিমা দাম বেড়েছে। ফাইল ছবি। 
advertisement
4/7
*এ দিকে আজ গড়িয়াহাট বাজারে টমেটর দাম ৫০-৮০ টাকা, কড়াইশুঁটি ২০০-৩০০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, পটল ৬০-১০০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, গাজর ৪৫-৬০ টাকা, ক্যাপসিকাম ৮০-২০০ টাকা, উচ্ছে ৫০-৬০ টাকা, সিম ২০০ টাকা, পেঁয়াজ কলি ২০০ টাকা কিলো। ফাইল ছবি। 
*এ দিকে আজ গড়িয়াহাট বাজারে টমেটর দাম ৫০-৮০ টাকা, কড়াইশুঁটি ২০০-৩০০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, পটল ৬০-১০০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, গাজর ৪৫-৬০ টাকা, ক্যাপসিকাম ৮০-২০০ টাকা, উচ্ছে ৫০-৬০ টাকা, সিম ২০০ টাকা, পেঁয়াজ কলি ২০০ টাকা কিলো। ফাইল ছবি। 
advertisement
5/7
*করোনা আবহে গত বছর পুজোর বাজার তেমন জমেনি। চলতি বছর আশায় বুক বেঁধেছেন দোকানিরা। তবে নিম্নচাপের বৃষ্টি তাতেও জল ঢেলে দিয়েছে। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, পেঁয়াজ ৩৫-৫০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা পিস। কাঁচালঙ্কা ৮০-১০০টাকা কিলো। ফাইল ছবি। 
*করোনা আবহে গত বছর পুজোর বাজার তেমন জমেনি। চলতি বছর আশায় বুক বেঁধেছেন দোকানিরা। তবে নিম্নচাপের বৃষ্টি তাতেও জল ঢেলে দিয়েছে। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, পেঁয়াজ ৩৫-৫০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা পিস। কাঁচালঙ্কা ৮০-১০০টাকা কিলো। ফাইল ছবি। 
advertisement
6/7
*আগুন দামের ফল বাজারেও। আখ ৫ থেকে ১০ টাকা পিস। ন্যাসপাতি ১০০-১৩০ টাকা, পেয়ারা ৬০-৯০ টাকা, মুসাম্বি ৮ টাকা পিস, কোথাও কোথাও ১০/১২ টাকা পিস। ফাইল ছবি। 
*আগুন দামের ফল বাজারেও। আখ ৫ থেকে ১০ টাকা পিস। ন্যাসপাতি ১০০-১৩০ টাকা, পেয়ারা ৬০-৯০ টাকা, মুসাম্বি ৮ টাকা পিস, কোথাও কোথাও ১০/১২ টাকা পিস। ফাইল ছবি। 
advertisement
7/7
*শশা কিলো প্রতি ৩৫-৫০ টাকা, কলা ৪০-৬০ টাকা ডজন।আপেল ৮০-১২০ টাকা কিলো। আতা বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, পানিফল পর্যন্ত বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কিলোপ্রতি। ফাইল ছবি।
*শশা কিলো প্রতি ৩৫-৫০ টাকা, কলা ৪০-৬০ টাকা ডজন।আপেল ৮০-১২০ টাকা কিলো। আতা বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, পানিফল পর্যন্ত বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কিলোপ্রতি। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement