নজরুল মঞ্চে জীবনের শেষ লাইভ অনুষ্ঠান করে গেলেন তরুণ প্রজন্মের হার্টথ্রব কে কে। সোম ও মঙ্গল পরপর দু'দিন সন্ধ্যেবেলায় অনুষ্ঠান ছিল এই মঞ্চেই। মঙ্গলবার সন্ধ্যায় বাঁধ ভেঙে যায় প্রিয় গায়ক এর অনুষ্ঠান দেখার জন্য। ভাঙচুর, ইট ছোড়াছুড়ি এবং শেষপর্যন্ত মঞ্চে দর্শকদের দাপাদাপি। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে যান কেকে আর তারপর সব শেষ। ছবি প্রতীকী।
নজরুল মঞ্চের ভিআইপি এন্ট্রান্স থেকে শুরু করে বিভিন্ন গেটে ভাঙচুর ও বিশৃঙ্খলার ছবি আজ স্পষ্ট। কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে পরে আছে বাঁশ ও কাঠের টুকরো। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কর্মী চন্দন মাইতি জানান, নজরুল মঞ্চ অডিটোরিয়ামে মোট ২ হাজার ৪৮২ জন বসতে পারেন। গতকাল সন্ধ্যেবেলায় ছয় সাত হাজারের বেশি দর্শক ভিড় করেন বাইরে। অনুষ্ঠান শুরু হতেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। ছবি ও প্রতিবেদন বিশ্বজিৎ সাহা