Indian Railways: বাঁচান! হাওড়া-পুরী বন্দে ভারতে ছটফট করতে করতে মৃত্যু যাত্রীর, ট্রেনের মধ্যেই যা ঘটল... শিউরে উঠলেন সকলে

Last Updated:
Howrah Puri Vande Bharat Express: হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটল। ট্রেনের মধ্যেই ছটফট করতে করতে প্রাণ হারালেন যাত্রী। সাহায্যে এগিয়ে আসেনি কেউ, এমনটাই অভিযোগ অন্যান্য যাত্রীদের।
1/5
হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটল। ট্রেনের মধ্যেই ছটফট করতে করতে প্রাণ হারালেন যাত্রী। সাহায্যে এগিয়ে আসেনি কেউ, এমনটাই অভিযোগ যাত্রীদের। Representative Image
হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটল। ট্রেনের মধ্যেই ছটফট করতে করতে প্রাণ হারালেন যাত্রী। সাহায্যে এগিয়ে আসেনি কেউ, এমনটাই অভিযোগ যাত্রীদের। Representative Image
advertisement
2/5
বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের সি২ কামরায়। যাত্রীদের অভিযোগ ওই কামরার এক যাত্রী ট্রেনের মধ্যেই অসুস্থতা বোধ করেন। Representative Image
বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসের সি২ কামরায়। যাত্রীদের অভিযোগ ওই কামরার এক যাত্রী ট্রেনের মধ্যেই অসুস্থতা বোধ করেন। Representative Image
advertisement
3/5
সেই সময়ে বার বার রেলকর্মীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। উল্টে রেলকর্মীরা জানান, আপনারা যা পারেন করে নিন, আমাদের কিছু করার নেই। Representative Image
সেই সময়ে বার বার রেলকর্মীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। উল্টে রেলকর্মীরা জানান, আপনারা যা পারেন করে নিন, আমাদের কিছু করার নেই। Representative Image
advertisement
4/5
এই প্রসঙ্গে ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে, ওই কোচের টিটি যখন জানতে পারেন, তখন ট্রেনটি কটক ছেড়ে, তিনি সঙ্গে সঙ্গেই ভুবনেশ্বরকে স্টেশনকে সতর্ক করে বিষয়টি জানান। Representative Image
এই প্রসঙ্গে ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে, ওই কোচের টিটি যখন জানতে পারেন, তখন ট্রেনটি কটক ছেড়ে, তিনি সঙ্গে সঙ্গেই ভুবনেশ্বরকে স্টেশনকে সতর্ক করে বিষয়টি জানান। Representative Image
advertisement
5/5
ভুবনেশ্বরে ট্রেন দাঁড়ালে মেডিক্যাল টিম ওই ব্যক্তিকে নামিয়ে নিয়ে যায়। যদিও ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়, তবে রেলে ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। Representative Image
ভুবনেশ্বরে ট্রেন দাঁড়ালে মেডিক্যাল টিম ওই ব্যক্তিকে নামিয়ে নিয়ে যায়। যদিও ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়, তবে রেলে ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। Representative Image
advertisement
advertisement
advertisement