যে চারটি স্টেশন বিমানবন্দরের ধাঁচে সাজিয়ে তোলা হবে সেই চারটি স্টেশন হল হাওড়া, কলকাতা, ব্যান্ডেল ও আসানসোল। এছাড়াও শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনও রয়েছে এই তালিকায়। এই সকল স্টেশনগুলিতে আলাদা করে থাকবে প্রবেশ এবং বাহির পথ। লাউঞ্জ, রুফটপ প্লাজা এবং বিমানবন্দরের মতোই প্রবেশের জায়গার বন্দোবস্ত করা হবে।