IMD Weather Alert: ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া! শিলাবৃষ্টির চোখরাঙানি, বাংলা ভুগবে আবহাওয়ার তোলপাড়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IMD Weather Alert: শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা। হতে পারে কালবৈশাখীর পরিস্থিতি। দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। আজ হঠাৎ আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, উত্তর পশ্চিম ভারতে। আরব সাগর থেকে জলীয় বাষ্প ফিড করবে এই ঝঞ্ঝাকে। বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ফিড করবে এই অক্ষরেখাকে। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত।
advertisement
advertisement
advertisement







