সাবধান! ছাতা না নিয়ে বেরোলেই ভুগবেন! কাঁপিয়ে ঝড়বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা-সহ তিন জেলায়! বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। ছয় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা।
1/5
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ থেকে ৯৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।
আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। ছয় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সতর্কতা।
advertisement
2/5
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
3/5
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গে সরছে। আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
4/5
কাল এবং পরশু, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
এছাড়াও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলাতে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
advertisement
5/5
কলকাতার তাপমাত্রা: শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জেলাতে ভারী বৃষ্টি।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার থেকে সোমবার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
advertisement
advertisement