IMD Latest weather Update: বাংলাদেশের নিম্নচাপ আরও শক্তিশালী! রাত থেকেই প্রবল বৃষ্টি রাজ্যে, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Latest Weather Update: বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
advertisement
advertisement
advertisement
বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এই সিস্টেমটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এই গভীর নিম্নচাপ অবস্থান করবে পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর।
advertisement
advertisement
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার; সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ হতে পারে এই দমকা ঝোড়ো হাওয়ার। এই ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে।
advertisement
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা নয় জেলাতে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
advertisement
শনিবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
advertisement
advertisement
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায়। ভারী বা অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
শুক্রবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
শনিবার বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও।