Howrah Train: টানা ১৯ দিন, হাওড়া-খড়গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা! বাতিল ২০০-র বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Howrah Train: দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন।
advertisement
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন। আর সেই জন্যই ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
কবে, কতগুলি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে, দেখে নিন। ৩০ এপ্রিল- ৪টি, ১ মে- ৬টি, ২ মে- ৩টি, ৩ মে- ২১টি, ৫ মে- ৪টি, ৬ মে- ১টি, ৭ মে- ১৯টি, ৮ মে-১টি, ৯ মে- ৬টি, ১০ মে- ৫টি, ১১ মে- ৩৬টি, ১২ , ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে। ১৫ মে ও ১৬ মে- ৮টি করে লোকাল বাতিল করা হচ্ছেন। ১৭ মে- সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল করা হচ্ছে। ১৮ মে- ৩২টি লোকাল বাতিল করা হচ্ছে।