How To Reach Kolkata Airport Easily: এয়ারপোর্ট যাবেন, অ্যাপক্যাবে আকাশ ছোঁয়া ভাড়া, আর নয় নতুন এই ক্যাব পরিষেবা পৌঁছে দেবে নিমেষে

Last Updated:
How To Reach Kolkata Airport Easily:  কলকাতা বিমানবন্দরে এবার সস্তার পরিবহন, অভিযোগ থেকে পরিষেবা মিলবে কিয়স্কে 
1/6
দেশের মধ্যে এই প্রথম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় খোলা হল র‍্যাপিডো র‍্যাপিডো ক্যাব পরিষেবার কিয়স্ক
দেশের মধ্যে এই প্রথম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় খোলা হল র‍্যাপিডো ক্যাব পরিষেবার কিয়স্ক
advertisement
2/6
কলকাতা বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানোর তারা থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় গাড়ি ভাড়া দেখায় আয়ত্তের বাইরে। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় যাত্রীদের। তবে এবার ওলা-উবেরের মতো এয়ারপোর্টে চালু হল র‍্যাপিডো ক্যাব পরিষেবা
কলকাতা বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছানোর তারা থাকলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় গাড়ি ভাড়া দেখায় আয়ত্তের বাইরে। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় যাত্রীদের। তবে এবার ওলা-উবেরের মতো এয়ারপোর্টে চালু হল র‍্যাপিডো ক্যাব পরিষেবা
advertisement
3/6
ইতিমধ্যেই যার উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন রেপিডো ক্যাবের হেড রাজীব বাহরি
ইতিমধ্যেই যার উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন রেপিডো ক্যাবের হেড রাজীব বাহরি
advertisement
4/6
বিষয়টি নিয়ে তিনি জানান, দেশের মধ্যে প্রথম কলকাতা এয়ারপোর্টে রেপিডো ক্যাব পরিষেবার কীয়স্ক খোলা হয়েছে। এভাবেই আগামী দিনে অন্যান্য রাজ্যেও পরিকল্পনা রয়েছে এই পরিষেবা দেওয়ার
বিষয়টি নিয়ে তিনি জানান, দেশের মধ্যে প্রথম কলকাতা এয়ারপোর্টে রেপিডো ক্যাব পরিষেবার কীয়স্ক খোলা হয়েছে। এভাবেই আগামী দিনে অন্যান্য রাজ্যেও পরিকল্পনা রয়েছে এই পরিষেবা দেওয়ার
advertisement
5/6
তবে রেপিডো পরিষেবা নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন অভিযোগ আসে। অনেক ড্রাইভাররাই আসবে বলে শেষ পর্যন্ত আসেন না, আবার নিরাপত্তা বিষয়ক সমস্যাও দেখা দেয়। এই বিষয় রাজীববাবু বলেন, আমাদের কাছেও অভিযোগ আসে। আমাদের এই অ্যাপে কয়েকটি ধাপ রয়েছে। যেমন ধরুন কেউ অভিযোগ করলে মেইল আইডিও রয়েছে। সেখানেই অভিযোগ জানাতে পারবে। আবার অপারেটররাও সরাসরি অভিযোগকারীকে ফোন করে। রয়েছে এসওএস বাটন
তবে রেপিডো পরিষেবা নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন অভিযোগ আসে। অনেক ড্রাইভাররাই আসবে বলে শেষ পর্যন্ত আসেন না, আবার নিরাপত্তা বিষয়ক সমস্যাও দেখা দেয়। এই বিষয় রাজীববাবু বলেন, আমাদের কাছেও অভিযোগ আসে। আমাদের এই অ্যাপে কয়েকটি ধাপ রয়েছে। যেমন ধরুন কেউ অভিযোগ করলে মেইল আইডিও রয়েছে। সেখানেই অভিযোগ জানাতে পারবে। আবার অপারেটররাও সরাসরি অভিযোগকারীকে ফোন করে। রয়েছে এসওএস বাটন
advertisement
6/6
পরিবহন মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গকে স্মার্ট মোবিলিটির ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করবে। বিশ্বাস এই পদক্ষেপ মানুষের অনেক কাজে আসবে। ফলে এবার থেকে বিমানবন্দরে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা
পরিবহন মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গকে স্মার্ট মোবিলিটির ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করবে। বিশ্বাস এই পদক্ষেপ মানুষের অনেক কাজে আসবে। ফলে এবার থেকে বিমানবন্দরে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা
advertisement
advertisement
advertisement