Street Dog: রাজ্যের পথকুকুররা পাবে 'হোটেল'! হাইকোর্টের 'গাইডলাইন' মেনে চলবে খাওয়ানো, কখন, কী কী খাওয়াতে পারবেন স্থানীয় বাসিন্দারা? জানুন।

Last Updated:
Hotel for Street Dogs of West Bengal: পুরসভা নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়া যাবে পথকুকুরদের। কুকুরদের খাবার দেওয়া, যত্ন নেওয়া ব্যক্তিদের কাজে বাধা দেওয়া যাবে না।
1/8
হাইকোর্টের নির্দেশে পথকুকুর পাচ্ছে 'হোটেল'। সব পুরসভায় হচ্ছে পথকুকুরদের হোটেল। পুরসভা নির্দিষ্ট জায়গায় খাবে কুকুরেরা। গাইডলাইন তৈরি করল রাজ্যের নগর উন্নয়ন দফতর।
Hotel for Street Dog: হাইকোর্টের নির্দেশে পথকুকুর পাচ্ছে 'হোটেল'। সব পুরসভায় হচ্ছে হোটেল। পুরসভা নির্দিষ্ট জায়গায় খাবে কুকুরেরা। গাইডলাইন তৈরি করল রাজ্যের নগর উন্নয়ন দফতর।
advertisement
2/8
হাইকোর্টে পেশ হল পথকুকুরদের খাওয়ার 'গাইডলাইন'ও। ভোর ৫টা থেকে সকাল ৭টা এবং সন্ধে ৭টা থেকে রাত ৯টা। এই সময়কালে পুরসভা নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়া যাবে কুকুরদের। কুকুরদের খাবার দেওয়া, যত্ন নেওয়া ব্যক্তিদের কাজে বাধা দেওয়া যাবে না।
Food For street Dog: হাইকোর্টে পেশ হল পথকুকুরদের খাওয়ার 'গাইডলাইন'ও। ভোর ৫টা থেকে সকাল ৭টা এবং সন্ধে ৭টা থেকে রাত ৯টা। এই সময়কালে পুরসভা নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়া যাবে কুকুরদের। কুকুরদের খাবার দেওয়া, যত্ন নেওয়া ব্যক্তিদের কাজে বাধা দেওয়া যাবে না।
advertisement
3/8
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানালেন, কুকুরদের দেওয়া যাবে এমন খাবারের তালিকাও প্রস্তুত গাইডলাইনে। চকলেট, কফি, দুগ্ধজাত, মিষ্টিজাতীয়, পেঁয়াজ- রসুন যুক্ত পদ--- এই ধরনের খাবার দেওয়া যাবে না। কেউ গাইডলাইন ভাঙলে আইনি পদক্ষেপ করবে রাজ্য।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানালেন, কুকুরদের দেওয়া যাবে এমন খাবারের তালিকাও প্রস্তুত গাইডলাইনে। চকলেট, কফি, দুগ্ধজাত, মিষ্টিজাতীয়, পেঁয়াজ- রসুন যুক্ত পদ--- এই ধরনের খাবার দেওয়া যাবে না। কেউ গাইডলাইন ভাঙলে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য।
advertisement
4/8
 বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ -- পুর দফতরের বিশেষ সচিবের পাঠানো নিয়মাবলি স্থানীয় বাসিন্দাদের জানাবে সমস্ত পুরসভা কর্তৃপক্ষ। শাস্তির বিধানও জানাতে হবে বাসিন্দাদের। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানি।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ -- পুর দফতরের বিশেষ সচিবের পাঠানো নিয়মাবলি স্থানীয় বাসিন্দাদের জানাবে সমস্ত পুরসভা কর্তৃপক্ষ। শাস্তির বিধানও জানাতে হবে বাসিন্দাদের। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানি।
advertisement
5/8
এর আগে ৬ নভেম্বর, জয়নগরের একটি মামলা ঘিরে সমস্যাটি আসে। এর পরেই হাইকোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী জানান, পথকুকুরদের খাদ্যাভাসে বাড়ছে সামাজিক সমস্যা। সারমেয়দের খাবার দেওয়াকে ঘিরে তৈরি হচ্ছে সমস্যা। ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে পড়শিরা। সমস্যা কাটাতে পদক্ষেপ করুক রাজ্য। রাজ্যের পুরসভাগুলি এগিয়ে আসুক অপরাধ আটকাতে।
এর আগে ৬ নভেম্বর, জয়নগরের একটি মামলা ঘিরে সমস্যাটি আসে। এর পরেই হাইকোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী জানান, পথকুকুরদের খাদ্যাভাসে বাড়ছে সামাজিক সমস্যা। সারমেয়দের খাবার দেওয়াকে ঘিরে তৈরি হচ্ছে সমস্যা। ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে পড়শিরা। সমস্যা কাটাতে পদক্ষেপ করুক রাজ্য। রাজ্যের পুরসভাগুলি এগিয়ে আসুক অপরাধ আটকাতে।
advertisement
6/8
সব পুরসভায় সারমেয় আহারে ব্যবস্থাপনা চায় হাইকোর্ট। পুরসভা চিহ্নিত জায়গায় আহার চলুক পথ কুকুরদের। নির্দিষ্ট জায়গায় কুকুরের খাবার দিয়ে আসতে পারবেন সাধারণ মানুষ। কোলকাতা পুরসভা ও রাজ্যের সব পুরসভায় কুকুরের আহারের জায়গা নির্দিষ্ট করতে চায় হাইকোর্ট।
সব পুরসভায় সারমেয় আহারে ব্যবস্থাপনা চায় হাইকোর্ট। পুরসভা চিহ্নিত জায়গায় আহার চলুক পথ কুকুরদের। নির্দিষ্ট জায়গায় কুকুরের খাবার দিয়ে আসতে পারবেন সাধারণ মানুষ। কোলকাতা পুরসভা ও রাজ্যের সব পুরসভায় কুকুরের আহারের জায়গা নির্দিষ্ট করতে চায় হাইকোর্ট।
advertisement
7/8
কলকাতা পুরসভাকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যে পুর দফতরকেও অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্দিষ্ট অফিসারের মাধ্যমে অবস্থান জানানোর কাজটি করতে হবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে।
কলকাতা পুরসভাকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যে পুর দফতরকেও অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্দিষ্ট অফিসারের মাধ্যমে অবস্থান জানানোর কাজটি করতে হবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে।
advertisement
8/8
সূত্রের খবর, জয়নগরে পথকুকুরদের খাওয়ানোকে ঘিরে বিবাদে জড়ান দুই পড়শি। ক্রিমিনাল মামলা হয়। জল গড়ায় হাইকোর্টে। সেই মামলার সূত্রেই সামাজিক সমস্যার বিষয়টি নজরে আসে হাইকোর্টের। তার পরেই হাইকোর্টের অভিনব ভাবনা এবং রাজ্যকে নির্দেশ।
সূত্রের খবর, জয়নগরে পথকুকুরদের খাওয়ানোকে ঘিরে বিবাদে জড়ান দুই পড়শি। ক্রিমিনাল মামলা হয়। জল গড়ায় হাইকোর্টে। সেই মামলার সূত্রেই সামাজিক সমস্যার বিষয়টি নজরে আসে হাইকোর্টের। তার পরেই হাইকোর্টের অভিনব ভাবনা এবং রাজ্যকে নির্দেশ।
advertisement
advertisement
advertisement