ফের ঝড়বৃষ্টি রাজ্যে, এ বার বিপদের নাম বাজ! বাঁচবেন কী ভাবে

Last Updated:
অনেকেই বলছেন, এমন মুহূর্মুহু বজ্রপাত আগে শোনেননি। কী ভাবে বাঁচবেন এই বাজের কবল থেকে। জানুন ছবিতে।
1/8
 সাত দিন যেতে না যেতেই ফের দুর্যোগ শুরু হয়েছে রাজ্যে। বুধবার বিকেলে বয়ে যাওয়া ৯৬ কিলোমিটার বেগের কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ফের ফিরে আসছে আমফান আতঙ্ক। এর সঙ্গেই বিপদ বাড়িয়েছে বজ্রপাত। অনেকেই বলছেন, এমন মুহূর্মুহু বজ্রপাত আগে শোনেননি। কী ভাবে বাঁচবেন এই বাজের কবল থেকে। জানুন ছবিতে।
সাত দিন যেতে না যেতেই ফের দুর্যোগ শুরু হয়েছে রাজ্যে। বুধবার বিকেলে বয়ে যাওয়া ৯৬ কিলোমিটার বেগের কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ফের ফিরে আসছে আমফান আতঙ্ক। এর সঙ্গেই বিপদ বাড়িয়েছে বজ্রপাত। অনেকেই বলছেন, এমন মুহূর্মুহু বজ্রপাত আগে শোনেননি। কী ভাবে বাঁচবেন এই বাজের কবল থেকে। জানুন ছবিতে।
advertisement
2/8
 বাজ পড়লে বড় বাড়ি বা গাড়িতে আশ্রয় নিন।
বাজ পড়লে বড় বাড়ি বা গাড়িতে আশ্রয় নিন।
advertisement
3/8
ফাঁকা জায়গা থেকে সরে আসুন।
ফাঁকা জায়গা থেকে সরে আসুন।
advertisement
4/8
কখনও গাছের তলায় আশ্রয় নয়। এই সময়ে কোনও মতেই উপকূলবর্তী অঞ্চলে যাবেন না।
কখনও গাছের তলায় আশ্রয় নয়। এই সময়ে কোনও মতেই উপকূলবর্তী অঞ্চলে যাবেন না।
advertisement
5/8
ভুলেও জলে নামবেন না।
ভুলেও জলে নামবেন না।
advertisement
6/8
জানলা বা চিলেকোঠা থেকে দূরে থাকুন।
জানলা বা চিলেকোঠা থেকে দূরে থাকুন।
advertisement
7/8
কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না। বাজ পড়ার সময়ে দরজা জানলাতেও হেলান দেওয়া উচিত নয়।
কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না। বাজ পড়ার সময়ে দরজা জানলাতেও হেলান দেওয়া উচিত নয়।
advertisement
8/8
 উচিত নয় কোনও ধাতব জিনিস ব্যবহার করা। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের ব্যবহার থেকেও বিরত থাকুন এই সময়ে।
উচিত নয় কোনও ধাতব জিনিস ব্যবহার করা। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের ব্যবহার থেকেও বিরত থাকুন এই সময়ে।
advertisement
advertisement
advertisement