Durga Puja 2025: রাজনন্দিনী মা দুর্গা! বাংলার রাজপরিবারের ঐতিহ্য ঘিরে তৈরি মণ্ডপ, মায়ের রূপ নজরকাড়া
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই রাজনন্দিনী হলেন মা দুর্গা নিজেই। তাঁর রূপে দেখা যায় একজন রানির দৃপ্ততা, মাতৃত্বের কোমলতা, আর এক অসীম মহিমার মহারানী রূপ।
এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন শারদীয়া উৎসব কমিটির পুজো এবার ৭৯তম বছরে পা দিল৷ এবছর তাদের পুজোর থিম "রাজনন্দিনী" — রাজপ্রাসাদের ঐশ্বর্য, রাজবংশের রমণীদের আভিজাত্য এবং বাংলার রাজপরিবারের ঐতিহ্যকে ঘিরে গড়ে উঠেছে ভাবনা। রাজনন্দিনী মানে শুধু রাজবাড়ির কোনও কন্যা নয় — তিনি একাধারে শক্তি, ঐশ্বর্য ও বুদ্ধিমত্তার প্রতীক। এই রাজনন্দিনী হলেন মা দুর্গা নিজেই। তাঁর রূপে দেখা যায় একজন রাণীর দৃপ্ততা, মাতৃত্বের কোমলতা, আর এক অসীম মহিমার মহারানী রূপ।
advertisement
রাজনন্দিনীর এই রূপ শুধু বাহ্যিক নয় — প্রতিটি নারীর অন্তর্নিহিত শক্তির প্রকাশ। মাতৃরূপে মা দুর্গা যেমন আমাদের আশ্রয়, তেমনই রাজনন্দিনী রূপে তিনি আমাদের অহংকার, আমাদের আত্মবিশ্বাসের উৎস।এই রূপে মা দুর্গা শক্তির পাশাপাশি সৌন্দর্যের দেবী। তিনি যেমন অসুরনাশিনী, তেমনি এক মহীয়সী রাণী — যিনি তাঁর রাজ্যকে আগলে রাখেন, শত্রুর হাত থেকে রক্ষা করেন এবং সমাজকে শাসন করেন ধৈর্য, বিচারবোধ ও মমতায়।
advertisement
রাজনন্দিনী রূপে মা দুর্গা শুধু রাজবাড়ির রানী নন, তিনিই বাংলার প্রতিটি নারীর প্রতীক। যুগে যুগে বাংলার নারীরা যেমন সাহসী হয়েছেন, তেমনই তাঁরা সংসার, সমাজ, দেশ গঠনের স্তম্ভ হয়ে উঠেছেন। এই থিমের মাধ্যমে আমরা একদিকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলার ঐতিহাসিক রাজবাড়ির স্মৃতিকে, আবার একইসঙ্গে সমাজে নারীর প্রকৃত সম্মানের গুরুত্বকেও স্মরণ করছি।
advertisement
আজকের নারীও রাজনন্দিনী — শিক্ষা, সংস্কৃতি, কর্মদক্ষতা ও নেতৃত্বের এক অনন্য প্রতিমা। সেই ভাবনা থেকেই এই থিমের জন্ম।মায়া ও মহিমা মিলেমিশে একাকার এই ভাবনায় । মায়ের দশ হাতে দশ অস্ত্র, কিন্তু সেই অস্ত্র যেন শুধুমাত্র যুদ্ধের প্রতীক নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠার দায়ভার।তিনি যেমন পরমা শক্তি, তেমনি বাংলার মাটি থেকে উঠে আসা গর্বিত বাঙালি নারীর প্রতীক।
advertisement
advertisement