Durga Puja 2025: রাজনন্দিনী মা দুর্গা! বাংলার রাজপরিবারের ঐতিহ্য ঘিরে তৈরি মণ্ডপ, মায়ের রূপ নজরকাড়া

Last Updated:
এই রাজনন্দিনী হলেন মা দুর্গা নিজেই। তাঁর রূপে দেখা যায় একজন রানির দৃপ্ততা, মাতৃত্বের কোমলতা, আর এক অসীম মহিমার মহারানী রূপ।
1/6
এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন শারদীয়া উৎসব কমিটির পুজো এবার ৭৯তম বছরে পা দিল৷ এবছর তাদের পুজোর থিম
এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন শারদীয়া উৎসব কমিটির পুজো এবার ৭৯তম বছরে পা দিল৷ এবছর তাদের পুজোর থিম "রাজনন্দিনী" — রাজপ্রাসাদের ঐশ্বর্য, রাজবংশের রমণীদের আভিজাত্য এবং বাংলার রাজপরিবারের ঐতিহ্যকে ঘিরে গড়ে উঠেছে ভাবনা। রাজনন্দিনী মানে শুধু রাজবাড়ির কোনও কন্যা নয় — তিনি একাধারে শক্তি, ঐশ্বর্য ও বুদ্ধিমত্তার প্রতীক। এই রাজনন্দিনী হলেন মা দুর্গা নিজেই। তাঁর রূপে দেখা যায় একজন রাণীর দৃপ্ততা, মাতৃত্বের কোমলতা, আর এক অসীম মহিমার মহারানী রূপ।
advertisement
2/6
রাজনন্দিনীর এই রূপ শুধু বাহ্যিক নয় — প্রতিটি নারীর অন্তর্নিহিত শক্তির প্রকাশ। মাতৃরূপে মা দুর্গা যেমন আমাদের আশ্রয়, তেমনই রাজনন্দিনী রূপে তিনি আমাদের অহংকার, আমাদের আত্মবিশ্বাসের উৎস।এই রূপে মা দুর্গা শক্তির পাশাপাশি সৌন্দর্যের দেবী। তিনি যেমন অসুরনাশিনী, তেমনি এক মহীয়সী রাণী — যিনি তাঁর রাজ্যকে আগলে রাখেন, শত্রুর হাত থেকে রক্ষা করেন এবং সমাজকে শাসন করেন ধৈর্য, বিচারবোধ ও মমতায়।
রাজনন্দিনীর এই রূপ শুধু বাহ্যিক নয় — প্রতিটি নারীর অন্তর্নিহিত শক্তির প্রকাশ। মাতৃরূপে মা দুর্গা যেমন আমাদের আশ্রয়, তেমনই রাজনন্দিনী রূপে তিনি আমাদের অহংকার, আমাদের আত্মবিশ্বাসের উৎস।এই রূপে মা দুর্গা শক্তির পাশাপাশি সৌন্দর্যের দেবী। তিনি যেমন অসুরনাশিনী, তেমনি এক মহীয়সী রাণী — যিনি তাঁর রাজ্যকে আগলে রাখেন, শত্রুর হাত থেকে রক্ষা করেন এবং সমাজকে শাসন করেন ধৈর্য, বিচারবোধ ও মমতায়।
advertisement
3/6
রাজনন্দিনী রূপে মা দুর্গা শুধু রাজবাড়ির রানী নন, তিনিই বাংলার প্রতিটি নারীর প্রতীক। যুগে যুগে বাংলার নারীরা যেমন সাহসী হয়েছেন, তেমনই তাঁরা সংসার, সমাজ, দেশ গঠনের স্তম্ভ হয়ে উঠেছেন। এই থিমের মাধ্যমে আমরা একদিকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলার ঐতিহাসিক রাজবাড়ির স্মৃতিকে, আবার একইসঙ্গে সমাজে নারীর প্রকৃত সম্মানের গুরুত্বকেও স্মরণ করছি।
রাজনন্দিনী রূপে মা দুর্গা শুধু রাজবাড়ির রানী নন, তিনিই বাংলার প্রতিটি নারীর প্রতীক। যুগে যুগে বাংলার নারীরা যেমন সাহসী হয়েছেন, তেমনই তাঁরা সংসার, সমাজ, দেশ গঠনের স্তম্ভ হয়ে উঠেছেন। এই থিমের মাধ্যমে আমরা একদিকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলার ঐতিহাসিক রাজবাড়ির স্মৃতিকে, আবার একইসঙ্গে সমাজে নারীর প্রকৃত সম্মানের গুরুত্বকেও স্মরণ করছি।
advertisement
4/6
আজকের নারীও রাজনন্দিনী — শিক্ষা, সংস্কৃতি, কর্মদক্ষতা ও নেতৃত্বের এক অনন্য প্রতিমা। সেই ভাবনা থেকেই এই থিমের জন্ম।মায়া ও মহিমা মিলেমিশে একাকার এই ভাবনায় । মায়ের দশ হাতে দশ অস্ত্র, কিন্তু সেই অস্ত্র যেন শুধুমাত্র যুদ্ধের প্রতীক নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠার দায়ভার।তিনি যেমন পরমা শক্তি, তেমনি বাংলার মাটি থেকে উঠে আসা গর্বিত বাঙালি নারীর প্রতীক।
আজকের নারীও রাজনন্দিনী — শিক্ষা, সংস্কৃতি, কর্মদক্ষতা ও নেতৃত্বের এক অনন্য প্রতিমা। সেই ভাবনা থেকেই এই থিমের জন্ম।মায়া ও মহিমা মিলেমিশে একাকার এই ভাবনায় । মায়ের দশ হাতে দশ অস্ত্র, কিন্তু সেই অস্ত্র যেন শুধুমাত্র যুদ্ধের প্রতীক নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠার দায়ভার।তিনি যেমন পরমা শক্তি, তেমনি বাংলার মাটি থেকে উঠে আসা গর্বিত বাঙালি নারীর প্রতীক।
advertisement
5/6
এই বছর ৭৯ তম বর্ষের এই প্রয়াস বাংলার অতীত গৌরব, ঐতিহ্য এবং আধুনিক নারীর মর্যাদা — এই তিনের সংমিশ্রণে সাজানো হয়েছে।
এই বছর ৭৯ তম বর্ষের এই প্রয়াস বাংলার অতীত গৌরব, ঐতিহ্য এবং আধুনিক নারীর মর্যাদা — এই তিনের সংমিশ্রণে সাজানো হয়েছে।
advertisement
6/6
ক্লাবের প্রার্থনা, রাজনন্দিনী দুর্গা মায়ের আশীর্বাদে সমস্ত জীবনে সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তি নেমে আসুক। “রাজনন্দিনী”-র মহিমায় রাঙিয়ে উঠুক এন্টালি কাঁঠাল বাগানের প্রতিটি হৃদয়।
ক্লাবের প্রার্থনা, রাজনন্দিনী দুর্গা মায়ের আশীর্বাদে সমস্ত জীবনে সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তি নেমে আসুক। “রাজনন্দিনী”-র মহিমায় রাঙিয়ে উঠুক এন্টালি কাঁঠাল বাগানের প্রতিটি হৃদয়।
advertisement
advertisement
advertisement