Dilip Ghosh Wedding: হানিমুনে কোথায় যাবেন দিলীপ-রিঙ্কু? বিয়ের অনুষ্ঠান শেষ করেই জানিয়ে দিলেন নবদম্পতি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Dilip Ghosh Wedding: বিয়ের পরেই নিউজ১৮ বাংলায় নিজেদের পছন্দ অপছন্দের কথা ভাগ করে নিলেন। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন?
o ভরা বৈশাখে বসন্ত এল দিলীপ ঘোষের জীবনে। রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
advertisement
বিয়ের পরেই নিউজ১৮ বাংলায় নিজেদের পছন্দ অপছন্দের কথা ভাগ করে নিলেন। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন?
advertisement
হানিমুন প্রসঙ্গে দিলীপ বলেন, “যেতে তো হবেই একবার। বিয়ের পর যেতে হয়, সেটাই নিয়ম। ওনাকে একটু সময় দিতে হবে, দুজন দুজনকে চিনে নিতে হবে”।
advertisement
তবে স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন? সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “পার্টির কাজে সব জায়গায় তো আমার ঘোরা হয়ে গিয়েছে। তবে দেখি রিঙ্কু কী বলে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব”।
advertisement