Dilip Ghosh: অমিত শাহের সভায় নাম নেই, বৈঠকেই গেলেন না, স্ত্রীকে নিয়ে দিলীপ গেলেন জামাইষষ্ঠীতে!

Last Updated:
Dilip Ghosh: সারা রাজ‍্যে আজ, রবিবার জামাইষষ্ঠীতে পালিত হচ্ছে। সদ্য বিবাহিত দিলীপ ঘোষের এটা প্রথম জামাইষষ্ঠী। সেই মতো রবিবার দুপুরে স্ত্রী রিঙ্কুকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে, মুকুন্দপুরে শ্বশুরবাড়িতে পৌঁছে যান দিলীপ।
1/6
সারা রাজ‍্যে আজ, রবিবার জামাইষষ্ঠীতে পালিত হচ্ছে। সদ্য বিবাহিত দিলীপ ঘোষের এটা প্রথম জামাইষষ্ঠী। সেই মতো রবিবার দুপুরে স্ত্রী রিঙ্কুকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে, মুকুন্দপুরে শ্বশুরবাড়িতে পৌঁছে যান দিলীপ।
সারা রাজ‍্যে আজ, রবিবার জামাইষষ্ঠীতে পালিত হচ্ছে। সদ্য বিবাহিত দিলীপ ঘোষের এটা প্রথম জামাইষষ্ঠী। সেই মতো রবিবার দুপুরে স্ত্রী রিঙ্কুকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে, মুকুন্দপুরে শ্বশুরবাড়িতে পৌঁছে যান দিলীপ।
advertisement
2/6
জামাইষষ্ঠীতে দিলীপের সঙ্গী হন তাঁর মা-ও। জামাই ষষ্ঠী অনুষ্ঠানে যোগদান করতে মুকুন্দপুরে মামা শ্বশুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ ঘোষ।
জামাইষষ্ঠীতে দিলীপের সঙ্গী হন তাঁর মা-ও। জামাই ষষ্ঠী অনুষ্ঠানে যোগদান করতে মুকুন্দপুরে মামা শ্বশুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ ঘোষ।
advertisement
3/6
গত ১৮ এপ্রিল দিলীপ ও রিঙ্কুর চারহাত এক হয়। তাঁদের বিবাহিত জীবন একমাসের একটু বেশি সময়ের। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই জীবনে অনেক ঘাত-প্রতিঘাত সইয়ে হয়েছে দু'জনকে।
গত ১৮ এপ্রিল দিলীপ ও রিঙ্কুর চারহাত এক হয়। তাঁদের বিবাহিত জীবন একমাসের একটু বেশি সময়ের। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই জীবনে অনেক ঘাত-প্রতিঘাত সইয়ে হয়েছে দু'জনকে।
advertisement
4/6
তারপরেই, ১৩মে বিয়ের পর একমাসও কাটেনি, রিঙ্কুর আগের পক্ষের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের দেহ উদ্ধার হয় নিউটাউনের ফ্ল্যাট থেকে।  শক্তহাতে সেই সময় রিঙ্কুকে সামলেছিলেন দিলীপ। কিন্তু শ্মশানে তাঁর বিধ্বস্ত চেহারাও নজর কেড়েছিল সকলে। 
তারপরেই, ১৩মে বিয়ের পর একমাসও কাটেনি, রিঙ্কুর আগের পক্ষের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের দেহ উদ্ধার হয় নিউটাউনের ফ্ল্যাট থেকে।  শক্তহাতে সেই সময় রিঙ্কুকে সামলেছিলেন দিলীপ। কিন্তু শ্মশানে তাঁর বিধ্বস্ত চেহারাও নজর কেড়েছিল সকলে।
advertisement
5/6
রাজনীতি যখন করেছেন, সর্বস্ব দিয়েই করেছেন। এখন সংসার জীবনে খুবই মন দিয়ে করছেন দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ।
রাজনীতি যখন করেছেন, সর্বস্ব দিয়েই করেছেন। এখন সংসার জীবনে খুবই মন দিয়ে করছেন দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ।
advertisement
6/6
তবে যে সময় দিলীপ জামাইষষ্ঠী খেতে গেলেন, ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে বঙ্গ বিজেপি ২০২৬-এর দামামা বাজাল। মঞ্চে উপস্থিত আমিত শাহ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারি। 
তবে যে সময় দিলীপ জামাইষষ্ঠী খেতে গেলেন, ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে বঙ্গ বিজেপি ২০২৬-এর দামামা বাজাল। মঞ্চে উপস্থিত আমিত শাহ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারি।
advertisement
advertisement
advertisement