

আগামী ৭ ফেব্রুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি ভোটপর্বের প্রধম রাজনৈতিক সভাও করবেন তিনি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছিলেন, মোদির অনুষ্ঠানমঞ্চে থাকবেন শিশির অধিকারী, দেব। রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় সৌমিত্র উবাচে। শিশির অধিকারী নয়, লোকে হইচই করেছিল দেব তথা দীপক অধিকারীর নাম আসায়। কিন্তু সেই জল্পনা উড়িয়ে অবস্থান স্পষ্ট করলেন দেব।


দেবও কি দলত্যাগীদের একজন এই প্রশ্নটা যখন সকলের মনে দানা বাঁধছে দেব স্পষ্টই জানিয়ে দিলেন তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অপারগ।


দেবও কি দলত্যাগীদের একজন এই প্রশ্নটা যখন সকলের মনে দানা বাঁধছে দেব স্পষ্টই জানিয়ে দিলেন তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অপারগ।দেবও কি দলত্যাগীদের একজন এই প্রশ্নটা যখন সকলের মনে দানা বাঁধছে দেব স্পষ্টই জানিয়ে দিলেন তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অপারগ।


প্রসঙ্গত লদিয়ায় নতুন এলপিজি ইমপোর্ট টার্মিনাল এবং দোবধি- দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর৷ পাশাপাশি আরও একটি প্রকল্পের শিলন্যাস করবেন তিনি৷ অনুষ্ঠানের আমন্ত্রপত্রে কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর পাশাপাশি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷