জল্পনার অবসান, মোদির মঞ্চে থাকছেন না, সৌজন্য রেখেই আমন্ত্রণ ফেরালেন দেব
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
সৌমিত্র খাঁ-এর ট্যুইটের উত্তরে দেব লেখেন, প্রিয় সৌমিত্র তোমার সাফল্য দেখে আমার গর্ব হয়।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত লদিয়ায় নতুন এলপিজি ইমপোর্ট টার্মিনাল এবং দোবধি- দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর৷ পাশাপাশি আরও একটি প্রকল্পের শিলন্যাস করবেন তিনি৷ অনুষ্ঠানের আমন্ত্রপত্রে কাঁথির সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর পাশাপাশি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছিল৷
advertisement






