Dakhineswar To Sahid Khudiram: আপনার লাইনেও বাড়ল মেট্রোর সংখ্যা, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম জেনে নিন কখন ছাড়বে প্রথম ও শেষ মেট্রো

Last Updated:
Dakhineswar To Sahid Khudiram: সোম সকালে চালু হল ইয়েলো লাইন, চালু হল বর্ধিত অরেঞ্জ লাইন
1/6
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনও বদল নেই। তবে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে। ডাউন লাইনে কোনও পরিবর্তন না-থাকলেও আপ লাইনের সূচি বদলাচ্ছে সামান্য।
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সূচিতে কোনও বদল নেই। তবে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে। ডাউন লাইনে কোনও পরিবর্তন না-থাকলেও আপ লাইনের সূচি বদলাচ্ছে সামান্য।
advertisement
2/6
মেট্রো সূত্রে জানানো হয়েছে, বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। তবে সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। সোমবার থেকে শুক্রবারই মেট্রোর সংখ্যা বৃদ্ধি ও সূচিতে বদল থাকছে।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। তবে সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। সোমবার থেকে শুক্রবারই মেট্রোর সংখ্যা বৃদ্ধি ও সূচিতে বদল থাকছে।
advertisement
3/6
২৫.০৮.২০২৫ (সোমবার) থেকে ব্লু লাইনে ২৬২টি পরিষেবার পরিবর্তে ২৮৪টি (১৪২টি UP + ১৪২ DN) পরিষেবা চালু করবে মেট্রো রেল কর্তৃপক্ষ।
২৫.০৮.২০২৫ (সোমবার) থেকে ব্লু লাইনে ২৬২টি পরিষেবার পরিবর্তে ২৮৪টি (১৪২টি UP + ১৪২ DN) পরিষেবা চালু করবে মেট্রো রেল কর্তৃপক্ষ।
advertisement
4/6
যাত্রীদের চাহিদা মেটাতে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো পরিষেবা বৃদ্ধি করতে চলেছে।সোমবার থেকে শুক্রবার: প্রথম পরিষেবা: নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই) সকাল ০৬:৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই) সকাল ০৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই) সকাল ০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
যাত্রীদের চাহিদা মেটাতে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো পরিষেবা বৃদ্ধি করতে চলেছে।সোমবার থেকে শুক্রবার:প্রথম পরিষেবা:নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)সকাল ০৬:৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)সকাল ০৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)সকাল ০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
advertisement
5/6
শেষ পরিষেবা:সকাল ২১:২৮ মিনিটে।  দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই) শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (২১.৩৩ টার পরিবর্তে) রাত ৯:৩৪ টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (২১.৪৩ টার পরিবর্তে) রাত ৯:৪৪ টায়
শেষ পরিষেবা:সকাল ২১:২৮ মিনিটে।  দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (২১.৩৩ টার পরিবর্তে) রাত ৯:৩৪ টায়শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (২১.৪৩ টার পরিবর্তে) রাত ৯:৪৪ টায়
advertisement
6/6
শনিবার এবং রবিবার পরিষেবার কোনও পরিবর্তন নেই।শুক্রবার সম্প্রসারিত কলকাতা মেট্রোর গ্রীন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এসপ্ল্যানেডের সঙ্গে সংযুক্ত হয়েছে শিয়ালদহ। অরেঞ্জ লাইনে দক্ষিণ কলকাতার রুবি থেকে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস বরাবর মেট্রো চলবে পূর্ব কলকাতার বেলেঘাটা পর্যন্ত। আর ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে মেট্রো যাবে বিমানবন্দর পর্যন্ত। আজ থেকেই ইয়েলো ও অরেঞ্জ লাইনে শুরু হয়ে গেল পরিষেবা। Input- Abir Ghosal
শনিবার এবং রবিবার পরিষেবার কোনও পরিবর্তন নেই।শুক্রবার সম্প্রসারিত কলকাতা মেট্রোর গ্রীন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এসপ্ল্যানেডের সঙ্গে সংযুক্ত হয়েছে শিয়ালদহ। অরেঞ্জ লাইনে দক্ষিণ কলকাতার রুবি থেকে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস বরাবর মেট্রো চলবে পূর্ব কলকাতার বেলেঘাটা পর্যন্ত। আর ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে মেট্রো যাবে বিমানবন্দর পর্যন্ত। আজ থেকেই ইয়েলো ও অরেঞ্জ লাইনে শুরু হয়ে গেল পরিষেবা। Input- Abir Ghosal
advertisement
advertisement
advertisement