DA Case: 'মহাজনদের মতো টাকা অন্য জায়গায় খাটিয়েছে'! ডিএ মামলায় বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের! আজই বিরাট সিদ্ধান্ত?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
DA Case: ডিএ মামলায় বাম আমলকে নিশানা সওয়ালে। সওয়াল করেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম।
advertisement
advertisement
ডিএ মামলায় বাম আমলকে নিশানা সওয়ালে। সওয়াল করেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। তিনি জানান, ২ বছর বাম আমলে ডিএ বকেয়া থাকে। নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না।
বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে।
বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে।
advertisement
তিনি আরও বলেন, ROPA Rules, ২০০৯ অনুযায়ী, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ডিএ Arrear (বকেয়া) না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, ২০০৬ থেকে ২০০৮ সময়ের ডিএ বকেয়া রয়ে যায় এবং সরকার সেই টাকাটা দিতে চায়নি। ROPA Rules অনুযায়ী, DA হিসাব AICPI (1982=100) অনুসারে করতে হবে।
advertisement
সরকারি কর্মচারিদের আইনজীবীদের মন্তব্য, ''AICPI হল, একটি সংখ্যা (index), যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে। এটি প্রতি মাসে Labour Bureau, Ministry of Labour & Employment প্রকাশ করে। বিচারপতি পি কে মিশ্র ডিএ নিয়ে বৈষম্যের কথা কেন বলছেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি, চেন্নাইয়ে কি ডিএ দেওয়া হয়?''
advertisement
গোপাল সুব্রহ্মণ্যম আরও বলেন, বঙ্গভবন, নয়াদিল্লি এবং ইউথ হোস্টেল, চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ তাদের ডিএ হিসাব করা হচ্ছে All India Consumer Price Index (AICPI) অনুযায়ী, যেভাবে কেন্দ্রীয় কর্মচারীরা পান। অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছেন না। রাজ্যের বাইরে কর্মচারীদের ডিএ কষছেন কেন্দ্রীয় হারে। আর রাজ্যের ভিতরের কর্মচারীদের ডিএ দেওয়ার পদ্ধতি আলাদা হবে বলছে।
advertisement
advertisement