Cyclone Asani Update: চোখ রাঙাচ্ছে অশনি! এখন কোথায় ঘূর্ণিঝড়? কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে কতটা আশঙ্কা? রইল শেষ মুহূর্তের আপডেট
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঘূর্ণিঝড় অশনি ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
advertisement
সঞ্জিব বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের উপকূলবর্তীয় অঞ্চলে আতঙ্কের কিছু নেই। বৃষ্টি জারি থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রপাতের আশঙ্কায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের।
advertisement
advertisement
advertisement
দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ১০-১১ মে অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় তুফানি হাওয়া বইবে, সঙ্গে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই অ্যালার্ট জারি হয়েছে৷ শুধু এই দুই রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গেও অশনি-র প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল এলাকায় ৯০ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইতে পারে। আইএমডি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷
advertisement
অশনি সাইক্লোন যেমন যেমন এগোচ্ছে ততই এর ভয়াবহতা ও গতি কম হচ্ছে৷ প্রথমে এর হাওয়ার গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি৷ কিন্তু এই মুহূর্তে সেটা কমে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোচ্ছে৷ আগামী সময়ে এর গতি আরও কমার সম্ভবনা রয়েছে৷ মৌসম বিভাগের শেষ তাজা ওয়েদার আপডেট অনুযায়ি অশনি অনেক গভীর রাতে সমুদ্রের ওপর গতি কমিয়ে ৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে৷