*আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার সকালেই অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূল ছোঁবে অশনি৷ এর পর বিশাখাপত্তনম উপকূল ছুঁয়ে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে৷ অশনির কারণে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে দশ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে৷ প্রতীকী ছবি।