আমফানে বিপর্যস্ত কলকাতা, গাছ পড়ে বন্ধ রুবি কসবা রোড

Last Updated:
রুবির মোড় থেকে কসবার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার রাত থেকেই।
1/4
আমফান সাইক্লোন থেমে গেলেও শহর কলকাতায় তার তাণ্ডবের চিহ্ন এখনও স্পষ্ট। শহরে অন্যান্য অনেক রাস্তার মতোই ক্ষতিগ্রস্থ কসবা রুবির রাস্তার মোড়। (Imagess: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
আমফান সাইক্লোন থেমে গেলেও শহর কলকাতায় তার তাণ্ডবের চিহ্ন এখনও স্পষ্ট। শহরে অন্যান্য অনেক রাস্তার মতোই ক্ষতিগ্রস্থ কসবা রুবির রাস্তার মোড়। (Imagess: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
advertisement
2/4
রুবির মোড় থেকে কসবার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার রাত থেকেই। বৃহস্পতিবার সকালেও গাছ পড়ে রাস্তা বন্ধ থাকার ছবি চোখে পড়ল। (Image: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
রুবির মোড় থেকে কসবার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার রাত থেকেই। বৃহস্পতিবার সকালেও গাছ পড়ে রাস্তা বন্ধ থাকার ছবি চোখে পড়ল। (Image: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
advertisement
3/4
কসবা শীতলা মন্দিরের সামনে অনেকটা জায়গা জুড়ে গাছ উপড়ে পড়ে আছে, ল্যাম্পপোস্ট কেবলের তার মাটিতে লুটিয়ে রয়েছে । বিদ্যুৎ নেই এলাকার একাংশে। (Image: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
কসবা শীতলা মন্দিরের সামনে অনেকটা জায়গা জুড়ে গাছ উপড়ে পড়ে আছে, ল্যাম্পপোস্ট কেবলের তার মাটিতে লুটিয়ে রয়েছে । বিদ্যুৎ নেই এলাকার একাংশে। (Image: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
advertisement
4/4
কোথাও গাছ সমূলে উৎপাটিত হয়ে বাড়ির উপর গিয়ে পড়েছে বা কোথাও আবার ট্যাক্সির ওপর ভেঙে পড়েছে। আরফানের তাণ্ডবে ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি গাছ পড়েছিল এই রাস্তায়। এখনও পর্যন্ত অনেক গাছ রাস্তা থেকে সরানো গেলেও কাজ বাকি আরও অনেক।
কোথাও গাছ সমূলে উৎপাটিত হয়ে বাড়ির উপর গিয়ে পড়েছে বা কোথাও আবার ট্যাক্সির ওপর ভেঙে পড়েছে। আরফানের তাণ্ডবে ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি গাছ পড়েছিল এই রাস্তায়। এখনও পর্যন্ত অনেক গাছ রাস্তা থেকে সরানো গেলেও কাজ বাকি আরও অনেক।
advertisement
advertisement
advertisement