আমফান সাইক্লোন থেমে গেলেও শহর কলকাতায় তার তাণ্ডবের চিহ্ন এখনও স্পষ্ট। শহরে অন্যান্য অনেক রাস্তার মতোই ক্ষতিগ্রস্থ কসবা রুবির রাস্তার মোড়। (Imagess: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
advertisement
2/4
রুবির মোড় থেকে কসবার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার রাত থেকেই। বৃহস্পতিবার সকালেও গাছ পড়ে রাস্তা বন্ধ থাকার ছবি চোখে পড়ল। (Image: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
advertisement
3/4
কসবা শীতলা মন্দিরের সামনে অনেকটা জায়গা জুড়ে গাছ উপড়ে পড়ে আছে, ল্যাম্পপোস্ট কেবলের তার মাটিতে লুটিয়ে রয়েছে । বিদ্যুৎ নেই এলাকার একাংশে। (Image: DEBAPRIYA DUTTA MAJUMDAR)
advertisement
4/4
কোথাও গাছ সমূলে উৎপাটিত হয়ে বাড়ির উপর গিয়ে পড়েছে বা কোথাও আবার ট্যাক্সির ওপর ভেঙে পড়েছে। আরফানের তাণ্ডবে ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি গাছ পড়েছিল এই রাস্তায়। এখনও পর্যন্ত অনেক গাছ রাস্তা থেকে সরানো গেলেও কাজ বাকি আরও অনেক।