রাজ্যবাসীর আবেগের মর্যাদা দিন, বাংলার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর
Last Updated:
রাজ্যের নাম পরিবর্তন করতে, চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন করুক কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আরজি জানালেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য বিজেপির আপত্তিতেই কি আটকে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাংলা? ঠারেঠোরে তা স্বীকার করে নিচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে, শাসক দলের পাশে দাঁড়াচ্ছে বাম-কংগ্রেস।
advertisement
advertisement
advertisement
এই পরিস্থিতিতে রাজ্যের নাম বদলে নতুন করে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে লেখেন, পশ্চিমবঙ্গের বিধানসভা ও রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে ইংরেজি, বাংলা এবং হিন্দিতে রাজ্যের নাম বদল করে ‘বাংলা’ রাখা হোক। রাজ্যবাসীর এই ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার আরজি জানাচ্ছি। এটা শুধু আমাদের ইচ্ছে নয়। রাজ্যের পরিচয়, সংস্কৃতি এবং ইতিহাস এর সঙ্গে জড়িয়ে। আমার আবেদন, সংসদের চলতি অধিবেশনেই এ সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনী আনা হোক ৷Photo : News18
advertisement
advertisement