

রাজ্যের নাম পরিবর্তন করতে, চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন করুক কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আরজি জানালেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য বিজেপির আপত্তিতেই কি আটকে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাংলা? ঠারেঠোরে তা স্বীকার করে নিচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে, শাসক দলের পাশে দাঁড়াচ্ছে বাম-কংগ্রেস।


রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারের তৎপরতায় রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে পশ্চিমবঙ্গের নাম বাংলা রাখার প্রস্তাব ।


শুরু থেকেই রাজ্যের নাম বদলের বিরোধী গেরুয়া শিবরের বঙ্গ ব্রিগেড। রাজ্য বিজেপির এমন আপত্তিতেই কি আটকে যাচ্ছে পশ্চিমবঙ্গের নতুন নামকরণ? photo: News18 Bangla


এই পরিস্থিতিতে রাজ্যের নাম বদলে নতুন করে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে লেখেন, পশ্চিমবঙ্গের বিধানসভা ও রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে ইংরেজি, বাংলা এবং হিন্দিতে রাজ্যের নাম বদল করে ‘বাংলা’ রাখা হোক। রাজ্যবাসীর এই ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার আরজি জানাচ্ছি। এটা শুধু আমাদের ইচ্ছে নয়। রাজ্যের পরিচয়, সংস্কৃতি এবং ইতিহাস এর সঙ্গে জড়িয়ে। আমার আবেদন, সংসদের চলতি অধিবেশনেই এ সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনী আনা হোক ৷ Photo : News18


বুধবার রাজ্য বিধানসভায় বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন পার্থ চট্টোপাধ্যায়ও। নাম পরিবর্তন নিয়ে রাজ্যের শাসক দলের পাশে দাঁড়াচ্ছে বাম-কংগ্রেস শিবির।


স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নাম বদলে সংবিধানের পরিবর্তন আবশ্যিক। কিন্তু তার জন্য এতদিন বাদে এই তথ্য বলে আদতে কি রাজ্যের আবেদনই খারিজ করতে চাইছে কেন্দ্র? কিন্তু নাম পরিবর্তনে কেন্দ্রের লাভ-ক্ষতির অঙ্কটা এখনও পরিষ্কার নয়। representative image