কঠোর প্রশাসকের তকমা উধাও। ভোগ রান্না থেকে পুজোর জোগাড়, বাড়ির কালী পুজোয় নিজে হাতেই সব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। কালিঘাটের বাড়িতে প্রতি বছরই এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য ব্যস্ততা দেখা যায় (Mamata Banerjee Kali Puja | Bangla News)। এ বছরও তার অন্যথা হল না। ছবি ও তথ্য-- আবীর ঘোষাল।