চলছে বিধানসভা ভোট,বাসে নাকা চেক করে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার CID- র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তবে এই বিপুল পরিমান অস্ত্র কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো? কাকে দেওয়ার কথা ছিল? West Bengal Assembly Election -র মধ্যে অস্ত্র উদ্ধার৷
# কলকাতা : তৃতীয় দফায় নির্বাচনের আগে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি সহ সিআইডি হাতে ধৃত এক অস্ত্র কারবারী | সিআইডি সূত্রে খবর, ধৃতের নাম ব্রিজ কিশোর তিওয়ারি | ডানকুনি টোল প্লাজা কাছে বাসে নাকা চেকিং করার সময় সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা গ্রেফতার করে অস্ত্রসহ ওই ব্যক্তিকে | ধৃত ঝাড়খন্ড এর পালামৌয়ের বাসিন্দা | সিআইডি সূত্রে খবর , বাসের নয় নম্বর সিটে ওই অভিযুক্ত বসে ছিল | বাস এর সিটের নিচে তল্লাশি চালায় সিআইডি | উদ্ধার হয় আটটি আগ্নেয়াস্ত্র ও ২৯৭ রাউন্ড গুলি |
advertisement
এখনও বাকি ছয় দফায় ভোট বাকি | তার আগে এই বিপুল পরিমান অস্ত্র নিয়ে ডানকুনি টোল প্লাজা থেকে শহরে ঢোকার পিছনে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে সিআইডি | সিআইডির দাবি , বিহার থেকে ওই অস্ত্রকারবারী বিপুল পরিমান অস্ত্র এনেছিল | ওই বিপুল পরিমান অস্ত্র ভাণ্ডার যাচ্ছিল অন্যত্র কোথায় যেত কিনা খতিয়ে দেখবে সিআইডি । Photo-PTI
advertisement
কলকাতা থেকে এতো গুলি এবং এত আগ্নেয়াস্ত্র কোথায় পাচার হচ্ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কপালে ভাঁজ পড়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের| কারণ ধৃত ব্যক্তি বিভ্রান্ত করতে বাংলাদেশ এ নিয়ে যাওয়ার কথা বলছে কিনা খতিয়ে দেখবে সিআইডি | ধৃত ব্রিজ কিশোর তিওয়ারি ক্যারিয়ার হিসাবেই কাজ করে বলে জানা গিয়েছে সিআইডি সূত্রে | এর আগেও ধৃত ব্রিজ কিশোর তিন বার কলকাতায় এসেছিলো অস্ত্র নিয়ে | সেই বিষয়ে জেরা করবে সিআইডি |
advertisement






