Big Weather Update: লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা, বৃষ্টি না গরম! দোলের ওয়েদার আপডেট এক ক্লিকে
- Published by:Debalina Datta
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast: দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মার্চের শুরু থেকেই হাওয়া বদল। ক্রমশ বাড়বে তাপমাত্রা।
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকালের তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আজ মঙ্গলবার। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুদিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায় এবং বুধবার চন্ডিগড় ও হরিয়ানাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। গুজরাতে আগামী দু-তিন দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তারপর থেকে দুদিনে আবার তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আগামী তিন দিনে দুই ডিগ্রি মতন বাড়তে পারে।