টাকা না মিটিয়েই পালানোর চেষ্টা ! অভিনেত্রীকে হেনস্থার ঘটনায় পাল্টা অভিযোগ পাম্প কর্তৃপক্ষের

Last Updated:
1/7
ফের অভিনেতাকে হেনস্থার অভিযোগ । অভিনেতার বৃদ্ধ বাবাকে ধাক্কা দেওয়ার অভিযোগ পেট্রেল পাম্প কর্মীদের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার অভিনেতা জুঁই সেনগুপ্ত ও তাঁর বোন। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
ফের অভিনেতাকে হেনস্থার অভিযোগ । অভিনেতার বৃদ্ধ বাবাকে ধাক্কা দেওয়ার অভিযোগ পেট্রেল পাম্প কর্মীদের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার অভিনেতা জুঁই সেনগুপ্ত ও তাঁর বোন। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
2/7
তবে যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাতে দেখা যায় অভিনেতাই সপাটে চড় মারেন পেট্রোল পাম্পের এক কর্মীকে।
তবে যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাতে দেখা যায় অভিনেতাই সপাটে চড় মারেন পেট্রোল পাম্পের এক কর্মীকে।
advertisement
3/7
গাড়িতে তেল ভরা নিয়ে বচসার শুরু। সেই বচসাই শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে । Photo Courtesy: Juhi Sengupta/Instagram
গাড়িতে তেল ভরা নিয়ে বচসার শুরু। সেই বচসাই শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে । Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
4/7
 রবিবার সকাল তখন সাড়ে নটা। রুবি মোড়ের এই পেট্রোল পাম্পে তেল ভরাতে যান অভিনেতা জুঁই সেনগুপ্ত। সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও বোন। অভিযোগ, গাড়িতে দেড় হাজার টাকার বদলে ২৫০০ টাকার তেল ভরে দেন পেট্রোল পাম্প কর্মী। তারপরই শুরু হয় বচসা। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
রবিবার সকাল তখন সাড়ে নটা। রুবি মোড়ের এই পেট্রোল পাম্পে তেল ভরাতে যান অভিনেতা জুঁই সেনগুপ্ত। সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও বোন। অভিযোগ, গাড়িতে দেড় হাজার টাকার বদলে ২৫০০ টাকার তেল ভরে দেন পেট্রোল পাম্প কর্মী। তারপরই শুরু হয় বচসা। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
5/7
  অভিনেতার অভিযোগ, তাঁর গাড়ির চাবি খুলে নেওয়া হয়। চাবি চাইতে গেলে অভিনেতার বাবাকে ধাক্কা দেওয়া হয়। হেনস্থা করা হয় অভিনেতা ও তাঁর বোনকেও । তবে যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে অভিনেতাই সপাটে চড় মারছেন পেট্রোল পাম্পের এক কর্মীকে। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
অভিনেতার অভিযোগ, তাঁর গাড়ির চাবি খুলে নেওয়া হয়। চাবি চাইতে গেলে অভিনেতার বাবাকে ধাক্কা দেওয়া হয়। হেনস্থা করা হয় অভিনেতা ও তাঁর বোনকেও । তবে যেটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে অভিনেতাই সপাটে চড় মারছেন পেট্রোল পাম্পের এক কর্মীকে। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
6/7
পেট্রোল পাম্প কর্তৃপক্ষের পালটা অভিযোগ, পুরো টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন অভিনেতা। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
পেট্রোল পাম্প কর্তৃপক্ষের পালটা অভিযোগ, পুরো টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন অভিনেতা। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
7/7
১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানান অভিনেত্রী। ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। অভিযুক্ত পেট্রোল পাম্প কর্মীদের থানায় নিয়ে যাওয়া হয়। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানান অভিনেত্রী। ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। অভিযুক্ত পেট্রোল পাম্প কর্মীদের থানায় নিয়ে যাওয়া হয়। Photo Courtesy: Juhi Sengupta/Instagram
advertisement
advertisement
advertisement