TMC on Bangladesh: রবীন্দ্রনাথের কাছারিবাড়ি তছনছ বাংলাদেশে...বাঙালির ঐতিহ্য ভুলে যাচ্ছে ওপাড় বাংলা? জোরাল দাবি জানাল তৃণমূল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ঘটনা সূত্রপাত গত ৮ জুন। বিশ্বকবির সিরাজগঞ্জের বাড়ি ঐতিহাসিকভাবে কাছারি বাড়ি নামেই অধিক পরিচিত। এখানেই রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে। সেই মিউজিয়ামে ওই দিন গিয়েছিলেন এক ব্যক্তি। সেই দর্শনার্থীর অভিযোগ, তাঁকে অফিস ঘরে আটকে রাখা হয়। শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল।
লজ্জাজনক ঘটনা ঘটল বাংলাদেশে৷ বাঙালির ইতিহাস-ঐতিহ্যও কি ভুলতে বসেছে মুহম্মদ ইউনূসের বাংলাদেশ? এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঠাকুর পরিবারের কাছারিবাড়িতেও হামলা চালাল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে দুষ্কৃতীরা অবাধে ভাঙচুর চালায়।
advertisement
advertisement
advertisement
advertisement
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা মিউজিয়ামের সামনে মানববন্ধন করছিলেন। এ সময় একদল লোক রবীন্দ্র-বিরোধী স্লোগান দিতে দিতে ভিতরে ঢুকে ভাঙচুর করতে থাকে। এই ঘটনায় দেশের প্রত্নতত্ত্ব বিভাগ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নিয়েছিলেন। তখন এই কাছাড়িবাড়িটি ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল।
advertisement