Bangla News | West Bengal Helipads : চোখ খুলে দিল 'ইয়াস-আমফান'! বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের...

Last Updated:
Bangla News | West Bengal Helipads : সাইক্লোন বা বিপর্যয় হলে চরম সমস্যায় পড়তে হয় সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষদের উদ্ধার কাজে।
1/11
গত দু'বছরে বিপর্যয় যেন পিছু ছাড়েনি বাংলার। একে করোনাভাইরাসের (Coronavirus) সঙ্গে যুদ্ধ, তার ওপর ইয়াস (Yaas Cyclone), আমফান (Amphan Cyclone)। একের পর এক ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড ( (Bangla News West Bengal Helipads) করেছে দক্ষিণ ২৪ পরগনাকে। গোসাবা, পাথরপ্রতিমা,কাকদ্বীপের একাধিক ব্লক ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিকতম এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে।
গত দু'বছরে বিপর্যয় যেন পিছু ছাড়েনি বাংলার। একে করোনাভাইরাসের (Coronavirus) সঙ্গে যুদ্ধ, তার ওপর ইয়াস (Yaas Cyclone), আমফান (Amphan Cyclone)। একের পর এক ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড ( (Bangla News West Bengal Helipads) করেছে দক্ষিণ ২৪ পরগনাকে। গোসাবা, পাথরপ্রতিমা,কাকদ্বীপের একাধিক ব্লক ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিকতম এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে।
advertisement
2/11
শুধু তাই নয়, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে উদ্ধারকার্যে গেলেও সেখানেও বেগ পেতে হয়েছে প্রশাসনকে। হেলিকপ্টারে করে উদ্ধার কাজ হলেও স্থায়ী হেলিপ্যাড ( (Bangla News West Bengal Helipads) না থাকার জেরে সমস্যার মধ্যে পড়তে হয়েছে জেলা প্রশাসনকে। তাই এই ধরনের বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের জন্য চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর।
শুধু তাই নয়, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে উদ্ধারকার্যে গেলেও সেখানেও বেগ পেতে হয়েছে প্রশাসনকে। হেলিকপ্টারে করে উদ্ধার কাজ হলেও স্থায়ী হেলিপ্যাড ( (Bangla News West Bengal Helipads) না থাকার জেরে সমস্যার মধ্যে পড়তে হয়েছে জেলা প্রশাসনকে। তাই এই ধরনের বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের জন্য চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর।
advertisement
3/11
নবান্ন সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের তরফে দেওয়া প্রস্তাবের পর পরই রাজ্য পরিবহণ দফতর বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর রাজ্য পরিবহণ দফতর এই হেলিপ্যাডগুলি ( (Bangla News West Bengal Helipads) তৈরির বরাদ্দ দিয়েছে রাজ্য পূর্ত দপ্তরকে। সে ক্ষেত্রে রাজ্য পূর্ত দপ্তরের আর্থিক সংস্থান থেকেই এই হেলিপ্যাড গুলি নির্মাণ করা হবে তাও জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।
নবান্ন সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের তরফে দেওয়া প্রস্তাবের পর পরই রাজ্য পরিবহণ দফতর বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর রাজ্য পরিবহণ দফতর এই হেলিপ্যাডগুলি ( (Bangla News West Bengal Helipads) তৈরির বরাদ্দ দিয়েছে রাজ্য পূর্ত দপ্তরকে। সে ক্ষেত্রে রাজ্য পূর্ত দপ্তরের আর্থিক সংস্থান থেকেই এই হেলিপ্যাড গুলি নির্মাণ করা হবে তাও জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।
advertisement
4/11
নবান্ন সূত্রে খবর, গত ১৪ ই জুলাই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক রাজ্য পরিবহণ দফতরকে চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তাব পাঠায়। মূলত সুন্দরবনের প্রান্তিক অঞ্চলগুলিতে এই স্থায়ী হেলিপ্যাড গুলির তৈরি প্রস্তাব পাঠানো হয়।
নবান্ন সূত্রে খবর, গত ১৪ ই জুলাই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক রাজ্য পরিবহণ দফতরকে চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তাব পাঠায়। মূলত সুন্দরবনের প্রান্তিক অঞ্চলগুলিতে এই স্থায়ী হেলিপ্যাড গুলির তৈরি প্রস্তাব পাঠানো হয়।
advertisement
5/11
প্রস্তাবে বলা হয়  বিভিন্ন বিপর্যয় সময় দেখা গেছে উদ্ধার কার্য, চিকিৎসাকালীন জরুরি পরিস্থিতি, আহতদের নিয়ে আসা, এইসব এলাকা থেকে সমস্যা তৈরি করে। জেলার সাগরদ্বীপের হেলিপ্যাডটি ( (Bangla News West Bengal Helipads) থাকলেও বিপর্যয় মোকাবিলার সময় সেটি বৃষ্টি বা বিপর্যয় সময় জলের তলায় চলে যায়।
প্রস্তাবে বলা হয়  বিভিন্ন বিপর্যয় সময় দেখা গেছে উদ্ধার কার্য, চিকিৎসাকালীন জরুরি পরিস্থিতি, আহতদের নিয়ে আসা, এইসব এলাকা থেকে সমস্যা তৈরি করে। জেলার সাগরদ্বীপের হেলিপ্যাডটি ( (Bangla News West Bengal Helipads) থাকলেও বিপর্যয় মোকাবিলার সময় সেটি বৃষ্টি বা বিপর্যয় সময় জলের তলায় চলে যায়।
advertisement
6/11
জেলার সাগরদ্বীপের হেলিপ্যাডটি ( (Bangla News West Bengal Helipads) থাকলেও বিপর্যয় মোকাবিলার সময় সেটি বৃষ্টি বা বিপর্যয় সময় জলের তলায় চলে যায়।
জেলার সাগরদ্বীপের হেলিপ্যাডটি ( (Bangla News West Bengal Helipads) থাকলেও বিপর্যয় মোকাবিলার সময় সেটি বৃষ্টি বা বিপর্যয় সময় জলের তলায় চলে যায়।
advertisement
7/11
যার ফলে যেকোনো ধরনের সাইক্লোন বা বিপর্যয় (Disaster Management) হলে  সমস্যায় পড়তে হয় সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষদের উদ্ধার কার্য করতে।
যার ফলে যেকোনো ধরনের সাইক্লোন বা বিপর্যয় (Disaster Management) হলে  সমস্যায় পড়তে হয় সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষদের উদ্ধার কার্য করতে।
advertisement
8/11
সেক্ষেত্রে গোসাবা,পাথরপ্রতিমা, কাকদ্বীপ এই অঞ্চল গুলির কাছে বিপর্যয় পরবর্তী সময় বা তার আগের সময় পৌঁছানোর জন্য এই হেলিপ্যাড গুলি তৈরি প্রয়োজন বলে জেলাশাসক তার প্রস্তাবে লেখেন।
সেক্ষেত্রে গোসাবা,পাথরপ্রতিমা, কাকদ্বীপ এই অঞ্চল গুলির কাছে বিপর্যয় পরবর্তী সময় বা তার আগের সময় পৌঁছানোর জন্য এই হেলিপ্যাড গুলি তৈরি প্রয়োজন বলে জেলাশাসক তার প্রস্তাবে লেখেন।
advertisement
9/11
নবান্ন সূত্রে জানা গেছে গোসাবার গোসাবা গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজার মাঠ, পাথর প্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত ও ডায়মন্ডহারবার দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে এই হেলিপ্যাডগুলি নির্মিত হবে।
নবান্ন সূত্রে জানা গেছে গোসাবার গোসাবা গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজার মাঠ, পাথর প্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত ও ডায়মন্ডহারবার দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে এই হেলিপ্যাডগুলি নির্মিত হবে।
advertisement
10/11
তার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ শেষ। নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই মুখ্যসচিব এই প্রস্তাবে শিলমোহর দিয়েছেন। পরিবহন দপ্তরের তরফে রাজ্য পূর্ত দপ্তরকে দ্রুত এই চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরির নির্দেশ দিয়েছে বলেই সূত্রের খবর।
তার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ শেষ। নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই মুখ্যসচিব এই প্রস্তাবে শিলমোহর দিয়েছেন। পরিবহন দপ্তরের তরফে রাজ্য পূর্ত দপ্তরকে দ্রুত এই চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরির নির্দেশ দিয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
11/11
প্রত্যেক বছরই অন্তত একটি করেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার এই অংশগুলি বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। সে ক্ষেত্রে এই চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি হলে ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য করা সম্ভব হবে বলেই মনে করছে নবান্ন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়
প্রত্যেক বছরই অন্তত একটি করেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার এই অংশগুলি বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। সে ক্ষেত্রে এই চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি হলে ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য করা সম্ভব হবে বলেই মনে করছে নবান্ন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement