1/ 5


• ‘Back to Basanti’ ফেস্টিভাল হতে চলেছে Rang De Basanti ধাবার ডায়মন্ড প্লাজা, বাইপাস, সেক্টর ফাইভ, স্টার মল, বেহালা ও সোদপুরের সমস্ত আউটলেটে। এই খাবারের উৎসব শুরু হবে ১৭ অক্টোবর থেকে, শেষ হবে ২৭ অক্টোবর।
2/ 5


• থাকছে বিশেষ দুর্গাপুজো মেনু। এছাড়া, উত্তর ভারতীয় খাবারের খাজানা এই ধাবা। ফলে সেসব তো থাকছেই। পরিবার নিয়ে পুজোর দিনগুলোতে পেটপুরে খেতে এই ধাবার কোনও তুলনা নেই।
3/ 5


• মানা হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধিও। ফলে এখানে করোনা সংক্রমণের কোনও ভয় নেই। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এখানে পরিবার নিয়ে খেতে পারবেন মানুষ। চাইলে নিতে পারবেন বাড়িতেও।
4/ 5


• মেনুতে কী কী থাকছে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবারে মেনুতে থাকছে, RDBD Paneer Tikka, পুরানি দিল্লি মির্চ মিট, RDBD দম বিরিয়ানি, কড়াই চিকেন। এছাড়াও অসংখ্য জিভে জল আনা পদ।