‘Back to Basanti’ ফেস্টিভাল Rang De Basanti ধাবায়!‌ পুজোয় খান কব্জি ডুবিয়ে

Last Updated:
পরিবার নিয়ে পুজোর দিনগুলোতে পেটপুরে খেতে এই ধাবার কোনও তুলনা নেই।
1/5
• ‘Back to Basanti’ ফেস্টিভাল হতে চলেছে Rang De Basanti ধাবার ডায়মন্ড প্লাজা, বাইরাস, সেক্টর ফাইভ, স্টার মল, বেহালা ও সোদপুরের সমস্ত আউটলেটে। এই খাবারের উৎসব শুরু হবে ১৭ অক্টোবর থেকে, শেষ হবে ২৭ অক্টোবর।
• ‘Back to Basanti’ ফেস্টিভাল হতে চলেছে Rang De Basanti ধাবার ডায়মন্ড প্লাজা, বাইরাস, সেক্টর ফাইভ, স্টার মল, বেহালা ও সোদপুরের সমস্ত আউটলেটে। এই খাবারের উৎসব শুরু হবে ১৭ অক্টোবর থেকে, শেষ হবে ২৭ অক্টোবর।
advertisement
2/5
• থাকছে বিশেষ দুর্গাপুজো মেনু। এছাড়া, উত্তর ভারতীয় খাবারের খাজানা এই ধাবা। ফলে সেসব তো থাকছেই। পরিবার নিয়ে পুজোর দিনগুলোতে পেটপুরে খেতে এই ধাবার কোনও তুলনা নেই।
• থাকছে বিশেষ দুর্গাপুজো মেনু। এছাড়া, উত্তর ভারতীয় খাবারের খাজানা এই ধাবা। ফলে সেসব তো থাকছেই। পরিবার নিয়ে পুজোর দিনগুলোতে পেটপুরে খেতে এই ধাবার কোনও তুলনা নেই।
advertisement
3/5
• মানা হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধিও। ফলে এখানে করোনা সংক্রমণের কোনও ভয় নেই। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এখানে পরিবার নিয়ে খেতে পারবেন মানুষ। চাইলে নিতে পারবেন বাড়িতেও।
• মানা হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধিও। ফলে এখানে করোনা সংক্রমণের কোনও ভয় নেই। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এখানে পরিবার নিয়ে খেতে পারবেন মানুষ। চাইলে নিতে পারবেন বাড়িতেও।
advertisement
4/5
• মেনুতে কী কী থাকছে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবারে মেনুতে থাকছে, RDBD Paneer Tikka, পুরানি দিল্লি মির্চ মিট, RDBD দম বিরিয়ানি, কড়াই চিকেন। এছাড়াও অসংখ্য জিভে জল আনা পদ।
• মেনুতে কী কী থাকছে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবারে মেনুতে থাকছে, RDBD Paneer Tikka, পুরানি দিল্লি মির্চ মিট, RDBD দম বিরিয়ানি, কড়াই চিকেন। এছাড়াও অসংখ্য জিভে জল আনা পদ।
advertisement
5/5
 • স্টার মল ও ডায়মন্ড প্লাজার ক্ষেত্রে এই ফেস্টিভালের সময়সীমা দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত। এছাড়া অন্য আউটলেটে এর সময়সীমা দুপুর ১২টা থেকে রাত দুটো পর্যন্ত। দু’‌জনের জন্য এখানে খেতে খরচ হবে ৮০০ টাকা, সঙ্গে জিএসটি। জোম্যাটো আর স্যুইগিতে এর অর্ডার করা যাবে।
• স্টার মল ও ডায়মন্ড প্লাজার ক্ষেত্রে এই ফেস্টিভালের সময়সীমা দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত। এছাড়া অন্য আউটলেটে এর সময়সীমা দুপুর ১২টা থেকে রাত দুটো পর্যন্ত। দু’‌জনের জন্য এখানে খেতে খরচ হবে ৮০০ টাকা, সঙ্গে জিএসটি। জোম্যাটো আর স্যুইগিতে এর অর্ডার করা যাবে।
advertisement
advertisement
advertisement